সহকর্মীদের অজ্ঞাতে আচমকা বহুতলের ছ’তলা থেকে ঝাঁপ তথ্যপ্রযুক্তি কর্মীর

খাস কলকাতার বুকে ঘটে যাওয়া ঘটনায় তোলপাড়

অন্যান্য দিনের মতোই অফিসে গিয়েছিলেন। কাজও করছিলেন। মধ্যাহ্নভোজের বিরতির পর, সহকর্মীদের অজ্ঞাতে আচমকা বহুতলের ছ’ তলা থেকে ঝাঁপ তথ্যপ্রযুক্তি কর্মীর। কিন্তু কারণ জানা যায়নি। খাস কলকাতার বুকে ঘটে যাওয়া ঘটনায় তোলপাড়। উঠছে একাধিক প্রশ্ন।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই কর্মীর নাম দ্বৈপায়ন ভটাচার্য। বয়স আনুমানিক ৪০। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিউটাউন অ্যাকশন এরিয়া-১ এলাকার ইউনিটেক বিল্ডিংয়ের ছ’ তলা থেকে দ্বৈপায়ন ঝাঁপ দেন। সহকর্মী, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল থেকে বাকি সবকিছু অন্যান্যদিনের মতোই ছিল। কাজকর্মও করছিলেন ঠিকভাবে।

দিনেদুপুরে এমন কাণ্ডে স্বাভাবিকভাবেই অফিস পাড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে অফিসের অনান্য কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মানসিক কোনও সমস্যা নাকি চাকরির চাপে ওই কর্মী এমন কাণ্ড ঘটিয়েছেন তা জানা যায়নি।সল্টলেকের অফিস পাড়ায় এমন ঘটনা নতুন কিছু নয়। এর আগেও গত বছরের ডিসেম্বরে সেক্টর ফাইভের এক বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন সেন্ট্রাল ওয়ারহাউস কর্পোরেশনের কর্মী