Wednesday, January 14, 2026

ফুটন্ত কফিতে পুড়েছে যৌনাঙ্গ-ঊরু-পা: স্টারবাকসকে ৪৩৪ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ আদালতের

Date:

Share post:

স্টারবাকসের কর্মী মাইকেল গার্সিয়াকে নজিরবিহীনভাবে পাঁচ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় ৪৩৪ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিলেন ক্যালিফোর্নিয়ার একটি আদালতের বিচারক। কিন্তু কেন এত টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ আদালতের? ঘটনার সূত্রপাত ২০২০ সালে।পাত্রের ঢাকনা আলগা থাকায় গায়ে ফুটন্ত গরম কফি পড়ে গিয়েছিল ওই কর্মীর।মারাত্মক ভাবে পুড়ে গিয়েছিলেন ওই সরবরাহকারী কর্মী।ক্ষতিপূরণ চেয়ে স্টারবাকসের বিরুদ্ধে মামলা করেছিলেন মাইকেল গার্সিয়া নামের ওই কর্মী।

জানা গিয়েছে, লস অ্যাঞ্জেলেসে স্টারবাকসের একটি দোকান থেকে গাড়ি নিয়ে তিনটি বড় কফির অর্ডার দিয়েছিলেন মাইকেল। দোকানের সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে, কাউন্টার থেকে ট্রে-তে করে কফি নিচ্ছেন তিনি। হঠাৎ করেই সেগুলির ঢাকনা খুলে তার গায়ে পড়ে যায়। ভয়ঙ্কর ভাবে পুড়ে যায় মাইকেলের যৌনাঙ্গ, ঊরু ও পা। স্থায়ী ভাবে বিকৃত হয়ে যায় তার যৌনাঙ্গ। পাঁচ বছর ধরে বিভিন্ন হাসপাতালের দীর্ঘমেয়াদি চিকিৎসা করান তিনি। মাইকেলের আইনজীবীদের দাবি, এই দুর্ঘটনায় তাদের মক্কেলের মানসিক এবং শারীরিক ক্ষতি হয়েছে। মাইকেলকে পাঁচ বছর ধরে যন্ত্রণাদায়ক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।

ইনস্টাগ্রামে গার্সিয়ার আইনজীবীরা বলেছেন, স্টারবাকস কর্পোরেশন পাঁচ বছর ধরে এই দুর্ঘটনার দায় অস্বীকার করেছে। অথচ স্টারবাকসের কাছে রায় বেরোনোর আগে নিষ্পত্তির একাধিক পথ ছিল।জানা গিয়েছে, ওই সংস্থা ৩ কোটি ডলার (প্রায় ২৬১ কোটি টাকা) দেওয়ার প্রস্তাব দিয়েছিল বিষয়টির নিষ্পত্তি করতে।  কিন্তু গার্সিয়া ক্ষমা চাওয়া এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে আবেদন করেছিলেন।আদালতের এই রায় মেনে নিতে রাজি হয়নি স্টারবাকস। এত টাকা ক্ষতিপূরণের নির্দেশে শুরু হয়েছে বিতর্ক।

spot_img

Related articles

তেহরানের বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হলে পরিণাম ভালো হবে না, হুঁশিয়ারি ট্রাম্পের

তেহরানের বিক্ষোভকারী যুবকের মৃত্যুদণ্ড যে কোন মুহূর্তে কার্যকরী করতে পারে ইরান (Iran) প্রশাসন। তেমনটা হলে ফল যে ভালো...

জানুয়ারির শেষেই শুরু একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের কাউন্সেলিং!

চলতি মাসে শেষেই শুরু হবে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং। মেধাতালিকার ভিত্তিতে এই কাউন্সেলিং পর্বেই শিক্ষকরা বাছতে পারবেন স্কুলও...

জুনিয়র মিস ইন্ডিয়ার মুকুট বাংলার মেয়ের মাথায়!

জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় (Junior Miss India Competition) একাধিক বিভাগে সাফল্য এনে আবারও দেশের দরবারে বাংলার মুখ উজ্জ্বল...

আদালতে জোর ধাক্কা শুভেন্দুদের! মিলল না নবান্নের সামনে ধর্না কর্মসূচির অনুমতি

ফের কলকাতা হাই কোর্টে (Caltutta High Court) জোর ধাক্কা খেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার,...