Monday, December 29, 2025

নয়া জটিলতা! OBC শংসাপত্র নিয়ে ফের মামলা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে

Date:

Share post:

সুপ্রিম কোর্টে ওবিসি (অনগ্রসর শ্রেণি) মামলায় নতুন করে সমীক্ষা করার কথা জানিয়েছে রাজ্য সরকার। তবে এ ব্যাপারে বিরোধিতা জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের আবেদন জমা পড়েছে। মামলাকারীর আবেদন, যেখানে হাইকোর্টের নির্দেশ ছিল যে সব জনজাতির ভিত্তিতে সার্ভে করতে হবে, সেখানে মাত্র ১১৩ জনজাতির উপর কেন সমীক্ষা হবে?

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলাকালীন মামলাদারের আবেদন গ্রহণ করা হয়েছে। হাইকোর্টে গত মে মাসে রাজ্য সরকারের তরফে জারি করা প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়ার নির্দেশ দেয়া হয়েছিল। ২২ মে হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন। আদালত বলেছিলেন, ২০১০ সালের পর তৈরি সব ওবিসি সার্টিফিকেট বাতিল করতে হবে। ৭৭টি শ্রেণির অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন ওঠে এবং হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়, ৭৭টি শ্রেণির অন্তর্ভুক্তি সামাজিক ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির জন্য ছিল এবং ধর্মের ভিত্তিতে কোনো সংযোজন করা হয়নি।

গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন রাজ্য সরকার জানায় যে, নতুন করে সমীক্ষা করবে এবং পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশন এই সমীক্ষার কাজ করবে। এই কাজ সম্পন্ন করতে তিন মাস সময় লাগবে বলে জানানো হয়। সুপ্রিম কোর্টও এই আর্জিতে সম্মতি জানিয়ে জুলাই মাসে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করে।

এদিকে, কলকাতা হাইকোর্টে নতুন মামলার আবেদনের ফলে ওবিসি মামলায় নতুন জটিলতা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন আইনজ্ঞরা।

আরও পড়ুন – পুলিশি নিরাপত্তা কারণ, ইডেন থেকে সরতে চলেছে কলকাতা-লখনউ ম্যাচ, হতে পারে গুয়াহাটিতে

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

দলনেত্রীর নির্দেশে ২৯৪ কেন্দ্রের কো-অর্ডিনেটরের নাম ঘোষণা তৃণমূলের

২৬ ডিসেম্বরের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্যের সবক’টি বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটরের নাম জানিয়ে দেওয়া হবে। সেই মতোই...

সংস্কার, গতিশীলতা ও সিদ্ধান্ত: ২০২৫-এ যে পথে ভারতের অর্থনীতি

গত পাঁচ বছরে বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিকূল ঘটনাবলী ক্রমশ বৃদ্ধি পাওয়ায় অস্থিরতা ও অনিশ্চয়তার এক পরিবেশের সৃষ্টি হয়েছে। ২০২৫-এ...

মঙ্গলে বাঁকুড়ায় মমতা, SIR আবহে নির্দেশের অপেক্ষায় নেতা-কর্মীরা

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য জুড়ে যখন এসআইআর ঘিরে রাজনৈতিক উত্তাপ, ঠিক সেই আবহেই মঙ্গলবার...

বিশেষ সংশোধনীতে প্রবীণ ভোটারদের স্বস্তি! শুনানিতে হাজিরার বাধ্যবাধকতা নয় 

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া চলাকালীন প্রবীণ, গুরুতর অসুস্থ ও প্রতিবন্ধী ভোটারদের শুনানিতে হাজির হতে বাধ্য...