Saturday, January 10, 2026

বিকালেই জল উত্তর হাওড়ায়: ডাম্পিং গ্রাউন্ডই অবৈজ্ঞানিক, মত বিশেষজ্ঞদের

Date:

Share post:

টানা তিন দিন জল কষ্টের পর অবশেষে রবিবার জল পেতে চলেছেন উত্তর হাওড়ার (Howrah, north) মানুষ নতুন পথে জলের সরবরাহের (water supply) সমস্ত প্রক্রিয়ায় সম্পন্ন জানালো হাওড়া পুরা নিগম কর্তৃপক্ষ। অন্যদিকে বেলগাছিয়ার (Belgachia) এই ভাগাড় তৈরি অবৈজ্ঞানিকভাবে, মত বিশেষজ্ঞদের। অন্তত ৫০ বছর আগে এই ডাম্পিং গ্রাউন্ড (dumping ground) স্থানান্তর করা প্রয়োজন ছিল তাহলে আজকের বিপর্যয় এড়ানোর সম্ভব হত, জানাচ্ছেন তাঁরা।

ইতিমধ্যেই উত্তর হাওড়ায় জল সরবরাহের জন্য নতুনভাবে পাইপ লাইন বসানোর কাজ শেষ হয়ে গিয়েছে। দুপুর পর্যন্ত সেই লাইন দিয়ে দূষিত জল বের করার কাজও শেষ হয়েছে। বিকাল ৫ টা থেকে পরিষ্কার জল (water supply) পাবেন উত্তর হাওড়ার বাসিন্দারা, জানানো হয় পুরো নিগমের তরফ থেকে।

তবে ধসে যে এলাকায় পাইপ লাইন ভেঙে গিয়েছে, সেই পাইপ লাইন মেরামত করা সম্ভব নয়। ফলে এখন থেকে নতুন লাইনেই জল সরবরাহ হবে। ২৫ ডিসেম্বর পর্যন্ত এই পদ্ধতিতে জল সরবরাহ চলার পর সালকিয়ার নতুন পাম্পিং স্টেশন থেকে জল সরবরাহ করা হবে উত্তর হাওড়ার (Howrah, north) বাসিন্দাদের জন্য।

তবে যে ডাম্পিং রাউন্ডের (dumping ground) কারণে এই বিপর্যয়, সেই ডাম্পিং গ্রাউন্ড অন্তত ৫০ বছর আগেই প্রতিস্থাপন প্রয়োজন ছিল বলে মত বিশেষজ্ঞদের। রবিবার ঘটনাস্থলে একদল বিশেষজ্ঞ পরিদর্শনে যান। তাঁরা জানান, আবর্জনা জমানোর আগে মাটির বহন ক্ষমতা পরীক্ষা না করায় আবর্জনার চাপে ধস নেমেছে। আরও জানান, এখনও সেখানে মিথেন (methane) গ্যাস জ্বলছে। সেই সঙ্গে প্রচুর পরিমাণ ময়লার চাপে ফের একবার ধস নামতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। নিচে গঙ্গার পলি সরে গিয়ে যে ফাঁকা জায়গা তৈরি হয়েছে, সেখানে দূষিত পদার্থের তরল জমেও বিপর্যয়ের সম্ভাবনার কথা জানাচ্ছেন তাঁরা।

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...