Monday, November 3, 2025

পূর্ব ভারতের সেরা গবেষণা প্রতিষ্ঠান মেডিক্যাল কলেজ, স্বীকৃতি আইসিএমআর-এর

Date:

Share post:

পূর্ব ভারতের সেরা চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল কলকাতা মেডিক্যাল কলেজ। কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআর এই স্বীকৃতি প্রদান করেছে রাজ্যের অন্যতম সেরা এই প্রতিষ্ঠানকে। মেডিক্যাল কলেজের পরেই স্থান পেয়েছে এসএসকেএম হাসপাতাল বা পিজি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান এই সুখবর।

মুখ্যমন্ত্রী লেখেন, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালকে পূর্ব ভারতের সেরা গবেষণা প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করেছে , তা জেনে আমি খুবই খুশি। দ্বিতীয় স্থানে রয়েছে এসএসকেএম হাসপাতাল। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। তিনি আরও লেখেন, আমি সবসময় বিশ্বাস করি যে, বাংলায় দেশের অন্যতম সেরা স্বাস্থ্য পরিকাঠামো রয়েছে, যা সবার জন্য একটি মডেল। এই স্বীকৃতি শুধুমাত্র আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থার প্রতি আমার বিশ্বাসকে পুনর্ব্যক্ত করে। জয় বাংলা! দেশের মধ্যে ৮০টি মেডিক্যাল কলেজকে আইসিএমআর সাহায্য করে থাকে। ২০ ও ২১ মার্চ মেডিক্যাল কলেজগুলিকে নিয়ে মিটিং ছিল দিল্লিতে। সেখানেই সিদ্ধান্ত হয়, পূর্ব ভারতের সেরা কলকাতা মেডিক্যাল কলেজ।

গত বছর গবেষণার কাজের জন্য মূলত এই স্বীকৃতি প্রদান করা হয়েছে। মোট কতগুলি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, সেগুলি কোথায় কোথায় প্রকাশিত হয়েছে এবং কতজন চিকিৎসক অংশগ্রহণ করেছেন— এই বিষয়গুলি বিবেচনা করে সেরার শিরোপা উঠেছে মেডিক্যাল কলেজের মাথায়। সারা ভারতের বিভিন্ন মেডিক্যাল কলেজের মধ্যে কলকাতা মেডিক্যাল কলেজের প্রাপ্ত নম্বর পূর্ব ভারতের সর্বোচ্চ।

আরও পড়ুন- রাজ্য জুড়ে হইচই, ওড়িশার বিভিন্ন জায়গায় মিলছে তাল তাল সোনার খোঁজ!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...