দেগঙ্গায় পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমা ভর্তি মিষ্টির প্যাকেট! তদন্তে পুলিশ

সাতসকালে বাড়ির সিঁড়িতে মিষ্টির প্যাকেট এল কোথা থেকে? দেগঙ্গার (Deganga) পঞ্চায়েত প্রধানের বাড়ির লোকেদের সন্দেহ যে অমূলক নয় তার প্রমাণ মিলল বাক্স খুলতেই। প্যাকেট খুলে দুটি বোমা আবিষ্কার পঞ্চায়েত প্রধানের মা-র। কারা বোমা পাঠাল তা নিয়ে তদন্তে দেগঙ্গা থানা (Deganga Police Station)।

বুধবার সকালে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) দেগঙ্গার চৌরাশিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপ্পা মণ্ডলের (Bappa Mondal) বাড়ির ঘটনায় রীতিমতো হুলুস্থূল পড়ে গেছে। বাড়ির সিঁড়িতে মিষ্টির প্যাকেটে তাজা বোমা উদ্ধার ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। প্রধানের মা বোমা ভর্তি মিষ্টির প্যাকেট দেখতে পেয়ে চমকে যান। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে থেকে তাজা বোমা উদ্ধার করেছে দেগঙ্গা থানার পুলিশ। কে বা কারা মিষ্টির প্যাকেটে বোমা ভরে পঞ্চায়েত প্রধানের বাড়ির সিঁড়িতে রাখল, তার তদন্ত শুরু হয়েছে।