বেকারত্বের জ্বালা আর আর্থিক অনটনের কারণেই কি নিজেকে শেষ করে দিলেন ভারতীয় বংশোদ্ভূত কোল্লি অভিষেক (Kolli Abhishek)?মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস (Texas)থেকে তাঁর দেহ উদ্ধারের পরই সেই সম্ভাবনা জোরালো হচ্ছে। শনিবার থেকেই নিখোঁজ ছিলেন, শেষবার দেখা গিয়েছিল প্রিন্সটনে। একদিন পর টেক্সাসে অভিষেকের দেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ মনে করছে ভারতের অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার বাসিন্দা কোল্লি অভিষেক আর্থিক সমস্যার কারণেই আত্মহত্যা করেছেন। গত বছরই বিয়ে হয়েছিল ওই যুবকের। তিনি স্ত্রীকে নিয়ে টেক্সাসের ফোনিক্সে থাকতেন। তবে পরে তাঁরা প্রিন্সটনে চলে যান। পরিবার সূত্রে জানা গেছে কোল্লি গত ৬ মাস ধরে বেকার ছিলেন।

অভিষেকের যমজ ভাই অরবিন্দ মনে করছেন, প্রবল আর্থিক দুরবস্থার মধ্যে পড়ে তাঁর দাদা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এই কঠিন পরিস্থিতির মধ্যে ভাইয়ের দেহ ভারতে আনার জন্য দাদা অরবিন্দ একটি ‘গোফান্ডমি’ ক্যাম্পেন চালু করেছেন যেখানে গত ২৪ ঘণ্টায় ৫৯ হাজার ডলার দান করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র-এ বসবাসকারী তামিল সম্প্রদায়ের মানুষরা। ফলে মৃতের সকল ধারদেনা মিটিয়ে খুব তাড়াতাড়ি অভিষেকের দেহ ভারতে আনতে পারবেন বলে আশাবাদী অরবিন্দ।

–

–


–


–

–

–

–
–

–

–
–
–