Saturday, January 10, 2026

ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোটে তুমুল উত্তেজনা

Date:

Share post:

শনির সকাল থেকেই খবরের শিরোনামে পূর্ব মেদিনীপুরের কাঁথি। কৃষি ও সমবায় ব্যাঙ্কের ভোটে তুমুল উত্তেজনার জেরে বেশ কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ থাকার খবর মিলেছে। ভোটারদের প্রভাবিত করার অভিযোগে অশান্তি ছড়ায় কাঁথির জাতীয় বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে কিছুটা দূরে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।

বাংলার ২৪টি সমবায় ব্যাঙ্কের মধ্যে অন্যতম কাঁথি কৃষি ও সমবায় ব্যাঙ্ক। বার্ষিক রায় দেড় কোটি টাকার কাছাকাছি লেনদেন হয় এই ব্যাংকে। শনিবার সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলবে দুপুর ২টো পর্যন্ত। মোট ৭৮ টি আসনের মধ্যে ১৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। বাকি আসন গুলিতে ভোট চলছে। সেখানেই এক ভোটারকে টানাটানি করার জেরে তুমুল উত্তেজনা ছড়ায়। বিজেপি নেতা কর্মীরা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছি বলে অভিযোগ করেছে তৃণমূল। গেরুয়া শিবিরের পাল্টা অভিযোগ সঠিকভাবে ভোট হচ্ছে না অথচ পুলিশ নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে সবটা দেখছে। গেরুয়া শিবিরের দাবি, কোথাও কোথাও বিজেপি প্রার্থীদের বুথ ভাঙচুর করা হচ্ছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। তিনি বলেন, “চোরের মায়ের বড় গলা। মানুষ নেই, জনবল নেই, ভোটার নেই। এখন পিঠ বাঁচাতে হবে। তাই শুভেন্দু অধিকারীর চ্যালারা এসব করছেন। হাওয়া বেরিয়ে গিয়েছে। তাই একটাই কাজ হাওয়া গরম করুন।” এই মুহূর্তে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনা গেলেও যথেষ্ট উত্তেজনা রয়েছে। মোট ভোটার ৫৮ হাজার ১৫৩ জন। ১৩টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। আজ দুপুর আড়াইটা থেকে গণনা শুরু হবে।

 

spot_img

Related articles

সামান্য কমল পারদ, রাজ্যে জারি শীতের স্পেল!

শনিবার সকালে ভরপুর শীতের (Winter) আমেজ। হাওয়া অফিস (Weather Department) বলছে শুক্রবার কলকাতার তাপমাত্রা বাড়লেও এদিন ফের নিম্নমুখী...

ধুলাগড়ের কাছে রাসায়নিক বোঝাই লরিতে আগুন, পুড়ে ছাই বাস – গাড়ি 

হাওড়ার ধুলাগড় বাসস্ট্যান্ডের (Dhulagar bus stand) কাছে রাসায়নিক বোঝাই লরিতে অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তে দাউ দাউ জ্বলে উঠল বাস।...

আজ বাঁকুড়ায় অভিষেকের রণসংকল্প যাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে

বারুইপুর, আলিপুরদুয়ার, বীরভূম, মালদহ ঠাকুরনগরের পর এবার রণসংকল্প যাত্রায় শনিবার বাঁকুড়ায় সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...