Friday, August 22, 2025

ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোটে তুমুল উত্তেজনা

Date:

Share post:

শনির সকাল থেকেই খবরের শিরোনামে পূর্ব মেদিনীপুরের কাঁথি। কৃষি ও সমবায় ব্যাঙ্কের ভোটে তুমুল উত্তেজনার জেরে বেশ কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ থাকার খবর মিলেছে। ভোটারদের প্রভাবিত করার অভিযোগে অশান্তি ছড়ায় কাঁথির জাতীয় বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে কিছুটা দূরে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।

বাংলার ২৪টি সমবায় ব্যাঙ্কের মধ্যে অন্যতম কাঁথি কৃষি ও সমবায় ব্যাঙ্ক। বার্ষিক রায় দেড় কোটি টাকার কাছাকাছি লেনদেন হয় এই ব্যাংকে। শনিবার সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলবে দুপুর ২টো পর্যন্ত। মোট ৭৮ টি আসনের মধ্যে ১৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। বাকি আসন গুলিতে ভোট চলছে। সেখানেই এক ভোটারকে টানাটানি করার জেরে তুমুল উত্তেজনা ছড়ায়। বিজেপি নেতা কর্মীরা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছি বলে অভিযোগ করেছে তৃণমূল। গেরুয়া শিবিরের পাল্টা অভিযোগ সঠিকভাবে ভোট হচ্ছে না অথচ পুলিশ নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে সবটা দেখছে। গেরুয়া শিবিরের দাবি, কোথাও কোথাও বিজেপি প্রার্থীদের বুথ ভাঙচুর করা হচ্ছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। তিনি বলেন, “চোরের মায়ের বড় গলা। মানুষ নেই, জনবল নেই, ভোটার নেই। এখন পিঠ বাঁচাতে হবে। তাই শুভেন্দু অধিকারীর চ্যালারা এসব করছেন। হাওয়া বেরিয়ে গিয়েছে। তাই একটাই কাজ হাওয়া গরম করুন।” এই মুহূর্তে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনা গেলেও যথেষ্ট উত্তেজনা রয়েছে। মোট ভোটার ৫৮ হাজার ১৫৩ জন। ১৩টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। আজ দুপুর আড়াইটা থেকে গণনা শুরু হবে।

 

spot_img

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...