Thursday, November 6, 2025

যোগীরাজ্যে বায়ুসেনার কলোনিতে চলল গুলি! ঘুমের মধ্যে খুন আধিকারিক

Date:

Share post:

প্রয়াগরাজে বিমান বন্দর নিয়ে নির্বাচনের আগে বহু ঢেঁড়া পিটিয়েছেন যোগী আদিত্যনাথ থেকে নরেন্দ্র মোদি। বিমান বন্দরকে ঘিরে বায়ুসেনার কার্যক্রমেও কমতি নেই। এবার সেই বায়ুসেনার কলোনির (Air Force colony) ভিতরে ঢুকে মুখ্য ইঞ্জিনিয়ারকে গুলি করে খুনের ঘটনায় প্রকাশ্যে এলো যোগী রাজ্যের আইন শৃঙ্খলার বাস্তব বর্তমান পরিস্থিতি। কড়া নিরাপত্তা বলয়ে থাকা কলোনিতে ইঞ্জিনিয়ারের উপর গুলি চালানোর ঘটনায় কার্যত আতঙ্ক ছড়িয়েছে প্রয়াগরাজে (Prayagraj)।

পুলিশ সূত্র অনুসারে, শনিবার ভোর রাত চারটে নাগাদ এয়ার ফোর্স কলোনির (Air Force colony) পাঁচিল টপকে ভিতরে ঢোকে এক অজ্ঞাত পরিচয় আততায়ী। ইঞ্জিনিয়ার্স কলোনির তারের বেড়া কেটে তাকে কলোনির ভিতরে ঢুকতে দেখা যায়। এরপরই সেই আততায়ীকে ইঞ্জিনিয়ার সত্যেন্দ্রনাথ মিশ্রর সরকারি কোয়ার্টারের দিকে যেতে দেখা যায়।

নিহত ইঞ্জিনিয়ারের পরিবারের দাবি, শুক্রবার রাতে অন্যদিনের মতোই নিজের ঘরে ঘুমিয়েছিলেন সত্যেন্দ্রনাথ। ভোর রাতে তার ঘরের দিক থেকে গুলির (firing) আওয়াজ পান পরিবারের লোকেরা। সেই সঙ্গে তাঁর চিৎকারে ঘুম থেকে উঠে তাঁরা ঘরে এসে বুকে গুলিবিদ্ধ অবস্থায় সত্যেন্দ্রনাথকে আবিষ্কার করেন। ততক্ষণে জানালা দিয়ে গুলি চালিয়ে পালিয়ে গিয়েছে আততায়ী।

তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশ তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় কলোনির সিসিটিভি-র ফুটেজ (CCTV footage) খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। সেখানেই অজ্ঞাত পরিচয় আততায়ীর বিষয়টি সামনে আসে। তবে প্রয়াগরাজের (Prayagraj) মতো শহরে দুষ্কৃতীমূলক কার্যকলাপ নিয়ে এরপরই প্রশ্ন উঠেছে। উচ্চ নিরাপত্তা বলয়ে ঢুকে গুলি চালানোর সাহস কীভাবে হয় আততায়ীর, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে সেনার নিজেদের কলোনির নজরদারিতে গাফিলতিও স্পষ্ট হয়েছে এই ঘটনায়।

spot_img

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...