Sunday, August 24, 2025

‘বিজেপির এজেন্ট’ রাজ্যপালের অনৈতিক চিঠি! ‘অবৈধ’ বললেন প্রাক্তন উপাচার্য

Date:

Share post:

বিজেপির এজেন্ট হিসেবে কাজ করতে গিয়ে নীতি নৈতিকতা সব ভুলে বসে রয়েছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি নিজে কখন কী কাজ করছেন তার সামঞ্জস্য নিজেই রাখতে পারছেন না। মেয়াদ ফুরোনোর চারদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্তকে সরিয়ে দিয়েছেন তিনি। এদিকে সেই অপসারণ করা উপাচার্যকেই এদিন তিনি চিঠি দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গত বছর ডিসেম্বর মাসে হওয়া সমাবর্তনের টাকা ফেরত চেয়েছেন। তার এই বালখিল্য সুলভ কাজে রীতিমত হাসির রোল উঠেছে।

শনিবার রাজভবনের তরফে যাদবপুরের সদ্য প্রাক্তন উপাচার্য ভাস্কর গুপ্তকে একটি চিঠি পাঠানো হয়। সেখানে লেখা রয়েছে, গত বছর ২৪ ডিসেম্বর যে সমাবর্তন অনুষ্ঠান হয়েছে তাতে নাকি আচার্যের অনুমোদন নেওয়া হয়নি। এমনকি যে নিয়ম মানার প্রয়োজন ছিল তাও মানা হয়নি। এরপরেই ওই চিঠিতে লেখা হয়েছে সমাবর্তনের জন্য যা খরচ হয়েছে অবিলম্বে তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে হবে ভাস্কর গুপ্তকে। টাকা জমা করা না হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু আসল বিষয়ে দৃষ্টিপাত করলে জানা যাবে, যখন সমাবর্তনের আগে বৈঠক করা হয়েছিল তখন সেখানে আচার্যের দুজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা সমাবর্তনের জন্য অনুমতি দিয়েছিলেন। এছাড়াও এখন ভাস্কর গুপ্ত কোনওভাবেই উপাচার্য নেই, সুতরাং নিয়ম অনুযায়ী তাকে রাজ্যপাল তথা আচার্য সরাসরি চিঠি দিতে পারেন না। এক্ষেত্রে কোনও শিক্ষককে ব্যক্তিগত চিঠি দিতে হলে তা প্রথমে পাঠাতে হয় শিক্ষা দফতরের কাছে। এরপর শিক্ষা দফতর সেই চিঠি পাঠাবে সংশ্লিষ্ট শিক্ষককে। তাই কোনওভাবেই এই চিঠি এখন বৈধ নয়। সর্বোপরি এই সমাবর্তন হওয়ার জন্য টাকা দিয়েছিল রাজ্য সরকার। কোনওভাবেই কেন্দ্রের টাকায় এই সমাবর্তন হয়নি সুতরাং কেন্দ্রের তরফের এই টাকা দাবি করার কোনও অধিকার নেই। এ প্রসঙ্গে তীব্র বিরক্তি প্রকাশ করে ভাস্কর গুপ্ত জানিয়েছেন, আমি এখন উপাচার্য নেই। আমাকে এই চিঠি দেওয়ার কোনও বৈধতা নেই। আগেও ছিল না। আমার নূন্যতম আত্মসম্মান আছে। মানুষ যা বোঝার বুঝে যাবে। সরকার যদি আইনগত পদক্ষেপ নেয় অবশ্যই আমি আছি। আমি নিজে থেকে কিছু করছি না। এই নিয়ে আর কোনও মন্তব্য করব না।

আচার্যর এইরকম আচরণ থেকে স্পষ্ট তিনি ক্ষমতার অপব্যবহার করে, তার পদের গরিমা নষ্ট করে বিজেপির হয়ে কাজ করছেন। সম্পূর্ণভাবে বিজেপির কথায় পক্ষপাততুষ্ট হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সুচারুভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছেন।

আরও পড়ুন- দেশের সম্মান লুটিয়েও লজ্জা নেই! এসএফআইকে নিশানা তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ধূমকেতুর প্রশংসায় পঞ্চমুখ: পরিচালক কৌশিকের মুনশিয়ানা সৃজিতের মুখে

একের পর এক যেভাবে বাংলা চলচ্চিত্রের সব রেকর্ড ভেঙে দিয়ে এগিয়ে চলেছে 'ধূমকেতু', তাতে একটা সাস্কেস পার্টি তো...

বিচ্ছেদের ইতি! গণেশ চতুর্থীতে সস্ত্রীক দেখা দিতে পারেন গোবিন্দা

গোবিন্দা এবং সুনীতা আহুজার (Govinda & Sunita Ahuja)বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। শুক্রবার জানা গিয়েছিল, সুনীতা নাকি বান্দ্রা আদালতে...

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...