Tuesday, November 11, 2025

রাজ্য সভাপতির গলায় উদ্বেগ! কেরলে তৃণমূলকে নিয়ে চিন্তায় বিজেপি 

Date:

Share post:

কেরলের মাটিতে পা দিয়ে তৃণমূলের সফল রাজনৈতিক কর্মসূচি দেখার পরেই চিন্তিত হয়ে পড়েছে বিজেপি৷ আগামী বছর বিধানসভা ভোটে দক্ষিণের এই রাজ্যে বিজেপির ভালো ফল করার আশায় জলাঞ্জলি দিতে পারে তৃণমূল, তা বুঝেই প্রমাদ গুণতে শুরু করেছে গেরুয়া শিবির৷ কেরলে যে তাঁরা ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে, রবিবার তা স্পষ্ট হয়েছে কেরলের নবনিযুক্ত বিজেপি সভাপতি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের কথায়৷ কেরলে তৃণমূল কংগ্রেসের যাবতীয় কর্মসূচির উপরে কড়া নজর রাখা হচ্ছে, রবিবার দিল্লিতে মন্তব্য করেছেন রাজীব চন্দ্রশেখর নিজেই৷  তাঁর কথাতেই স্পষ্ট, কেরলের বিধানসভা ভোটের আগে এখন থেকেই তৃণমূলকে নিয়ে ভাবতে বাধ্য হচ্ছে বিজেপি৷

উল্লেখ্য, গত মাসেই কেরলে পা রেখেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস৷ বামশাসিত কেরলের মল্লপুরমে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা, প্রাক্তন বিধায়ক পি ভি আনওয়ারের পৌরোহিত্যে রাজনৈতিক সমাবেশের আয়োজনও করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল৷ সেই রাজনৈতিক সমাবেশে যোগ দিয়ে কেরলবাসীর সামনে তৃণমূল কংগ্রেসের উন্নয়নমুখী রাজনৈতিক মতাদর্শের কথা তুলে ধরেছেন দলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন ও লোকসভার সাংসদ মহুয়া মৈত্র৷ তাত্‍পর্যপূর্ণ হল,  কেরলে পা রাখার পর একটিমাত্র রাজনৈতিক সমাবেশ করেই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস চুপ করে বসে থাকবে না, গত মাসে দক্ষিণের এই সমুদ্রতীরবর্তী রাজ্যে দাঁড়িয়ে তা স্পষ্ট করে দিয়েছেন দুই সাংসদ ডেরেক ও ব্রায়েন ও মহুয়া মৈত্র৷ আগামীদিনে কেরলে সদস্যগ্রহণ কর্মসূচির আয়োজন করবে তৃণমূল, সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়া হবে বাংলার শাসকদলের জনকল্যাণমুখী রাজনৈতিক ভাবধারা৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই অবস্থান দেখার পরে ভীত হয়েই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিটি পদক্ষেপের উপরে কড়া নজরদারি চালানো হচ্ছে, কেরল বিজেপির সভাপতির সর্বশেষ মন্তব্যেই তা স্পষ্ট।

আরও পড়ুন – চলছে আইপিএল, তারই মধ্যে হোম গ্রাউন্ড ছেড়ে দেওয়ার হুমকি SRH-এর, কিন্তু কেন ?

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...