Sunday, August 24, 2025

বিরাটের চোট, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন?

Date:

Share post:

বিরাট কোহলির চোট নিয়ে রীতিমতো উদ্বিগ্ন সমর্থকরা। গুজরাট টাইটান্স ম্যাচে আঙুলে চোট পেয়েছেন বিরাট কোহলি। তার এই চোট পাওয়ার পর চাপে পড়ে যান সমর্থকরা। কারণ, বিরাট চোট পেলে শুধু আরসিবি নয়, টিম ইন্ডিয়াও সমস্যায় পড়বে।কিন্তু, কেমন আছেন বিরাট? জানালেন আরসিবি কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। কীভাবে চোট পেলেন বিরাট? গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে দ্বিতীয় ইনিংসের ১২ তম ওভারে চার আটকাতে গিয়ে বিরাট আঙুলে চোট পান।সঙ্গে সঙ্গে মাঠে বসে পড়েন তিনি এবং সেখানেই তার চিকিৎসা শুরু হয়। পরে যদিও তিনি অনুশীলন শুরু করেন এবং ম্যাচের শেষ পর্যন্ত মাঠে ছিলেন। কোচ অবশ্য জানান,‘বিরাটের চোট ঠিক আছে।’

গুজরাট টাইটান্সের বিরুদ্ধে বিরাট মনে রাখার মতো ব্যাটিং করতে পারেননি। ৬ বলে মাত্র ৭ রান করে আউট হন তিনি। চলতি আইপিএলে এই প্রথমবার বিরাট ৪০ রান পার করতে পারলেন না। তিনি আরশাদকে পুল শট মারতে যান, কিন্তু ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়্যার লেগে ক্যাচ দিয়ে বসেন। পরে আরসিবি কোচ অ্যান্ডি ফ্লাওয়ার কোহলির চোট নিয়ে আপডেট দেন। তিনি স্পষ্ট করে দেন যে, মুম্বইয়ের বিরুদ্ধে বিরাটের মাঠে নামতে বিশেষ অসুবিধা হবে না। ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে ফ্লাওয়ার বলেন, ‘বিরাটকে দেখে খারাপ মনে হয়নি। ও ঠিক আছে।’

উল্লেখ্য, আগামী ৭ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চলতি আইপিএলে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আরসিবি এখনও পর্যন্ত টুর্নামেন্টের ৩টি ম্যাচে মাঠে নেমে ২টি জয় তুলে নিয়েছে।

 

spot_img

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...