Tuesday, August 12, 2025

সুপার কাপের কোয়ার্টার ফাইনালেই হতে পারে ডার্বি, প্রকাশ্যে সূচী

Date:

Share post:

সুপার কাপের(Super Cup) কোয়ার্টার ফাইনালে কি ডার্বি? সুপার সিক্সটিনে ইস্টবেঙ্গল(Eastbengal) এবং মোহনবাগান সুপারজায়ান্ট(Mohunbagan Super Giant) দুই দলই যদি জিততে পারে তবে ২৬ এপ্রিল ফের একটা ডার্বি দেখা যেতেই পারে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সোমবার ঘোষণা হয়ে গেল সুপার কাপের সূচী। সেখানেই প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল নামছে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে। অন্যদিকে মোহনবাগানের প্রতিপক্ষ প্রথম ম্যাচে আইলিগের(Ileague) তৃতীয় স্থানাধিকারি দল। আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এবারের সুপার কাপ। আইএসএল চলার মাঝেই এবার বেজে গেল সুপার কাপের দামামা।

গত চার এপ্রিল থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল(Eastbengal)। এবারের আইএসএলে ৯ নম্বর স্থানে থেমেছিল তারা। কিন্তু গতবারের সুপার কাপ চ্যাম্পিয়ন এই লাল-হলুদ ব্রিগেড। অস্কারের(Oscar Bruzon) হাত ধরে সেই খেতাব ধরে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের সামনে। সেখানেই আবার তাদের মুখোমুখি কেরালা ব্লাস্টার্স। লাল-হলুদের কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর লড়াইটা যে বেশ কঠিন তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে তূলনামূলক সহজ প্রতিপক্ষের বিরুদ্ধেই নামবে সবুজ-মেরুন ব্রিগেড।

কিন্তু এখন প্রশ্ন হল মোহনবাগানের(MohunBagan) বিরুদ্ধে খেলবে কারা। কারণ আইলিগ শেষ হয়ে গেলেও চ্যাম্পিয়ন কে হবে তা এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। সেইসঙ্গে দুই এবং তিন নম্বরে কারা থাকবে সেটা নিয়েও রয়েছে ধোঁয়াশা। ফেডারেশনের(AIFF) আপিল কমিটির রায় যতক্ষণনা আসছে, ততক্ষণ কার বিরুদ্ধে মোহনবাগান সুপারজায়ান্ট খেলতে নামবে তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। তবে মনে করা হচ্ছে মোহনবাগানের প্রতিপক্ষ হতে পারে রিয়্যাল কাশ্মীর(Real Kashmir)।

অন্যদিকে আইএসএল(ISL) খেলার সুবাদে এবারের সুপার কাপে সরাসরি সুযোগ পাচ্ছে মহমেডানও(Mohammedan sc)। কিন্তু তাদেরকে নিয়েই উঠছে নানান প্রশ্ন। এই মুহূর্তে মহমেডানে যে ডামাডোল চলছে, তাতে ফুটবলাররা নামবেন কিনা সেটা নিয়েই চলছে জল্পনা। কারণ হাতে আর মাত্র দু সপ্তাহের মতো সময় রয়েছে। এরমধ্যেই প্রস্তুতি শুরু করতে হবে। এবারের আইএসএলটা একেবারেই ভাল যায়নি মহমেডানের। সুপার কাপে একটা সুযোগ রয়েছে। কিন্তু শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

ওড়িশায় ২০ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত চলবে এবারের সুপার কাপ। সেখানে আইএসএলের ১৩টা দল তো রয়েছেই। সেইসঙ্গে আইলিগের প্রথম তিনটে দলও থাকবে। যদিও আইলিগের চ্যাম্পিয়নশিপের ভাগ্য ঝুলে রয়েছে ফেডারেশনের(AIFF) আপিল কমিটির সিদ্ধান্তের ওপর। সেই সিদ্ধান্ত ঘোষণার অপেক্ষাতেই এখন রয়েছেন সকলে।

spot_img

Related articles

বক্স অফিসে ব্যর্থ ভাইজান, ক্রিকেট মাঠেই লক্ষ্মীলাভের রাস্তা খুঁজছেন সলমন!

একের পর এক সিনেমা ফ্লপ হওয়ায় বক্স অফিসে গত কয়েকবছরে বড় লক্ষ্মী লাভের মুখ দেখেননি বলিউডের ভাইজান। তাই...

মুখ্যমন্ত্রীর নির্দেশে চাকলায় লোকনাথ মন্দির চত্বরের রাস্তা মেরামতির কাজ শুরু

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে শুরু হল চাকলা লোকনাথ মন্দির (Loknath Temple, Chakla) চত্বরের রাস্তা মেরামতির...

কলকাতার হোটেল থেকে BSF জওয়ানের দেহ উদ্ধারে চাঞ্চল্য!

দুদিন ধরে হোটেলের রুম থেকে বেরোতে দেখা যায়নি তাঁকে। অবশেষে বেরোলো মৃতদেহ। কলকাতার ভিআইপি রোডের (VIP road) একটি...

রাজ্যের বিভিন্ন দফতরে নতুন কর্মী নিয়োগ, অনুমোদন মন্ত্রিসভার

রাজ্যের স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে মোট ৬২৭টি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে জানা গেছে,...