দুর্নীতির অভিযোগ, পানিহাটিতে আপাতত বন্ধ অনলাইনে মিউটেশন

এখন‌ নতুন নয়, মিউটেশন নিয়ে বিভিন্ন দুর্নীতির অভিযোগ আগেই ছিল। দুর্নীতি-চক্রে কারা জড়িত, তার সন্ধানের বদলে আপাতত মিউটেশন বন্ধ রেখেছে পানিহাটি পুরসভা। জানা গিয়েছে, পরবর্তী চেয়ারম্যান পরিষদের বৈঠক না হওয়া পর্যন্ত বাড়ি, ফ্ল্যাটের মিউটেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন পুর কর্তৃপক্ষ।রাজ্যের প্রায় সমস্ত পুরসভাতেই অনলাইনে মিউটেশন চালু করেছে সরকার। কিন্তু দীর্ঘ দিন ধরে এই মিউটেশন ঘিরে পানিহাটিতে দালাল-চক্র সক্রিয় বলে অভিযোগ উঠছিল।

রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের ২০২২ সালের নির্দেশিকা অনুযায়ী, বড় বাড়ি, ফ্ল্যাটের ক্ষেত্রে মোট মূল্যায়নের প্রতি লক্ষ টাকায় ১ শতাংশ, ছোট বাড়ি-ফ্ল্যাটের ক্ষেত্রে ০.৫ শতাংশ এবং দানপত্রের ক্ষেত্রে ০.২৫ শতাংশ মিউটেশন ফি নেওয়া হয়। কিন্তু বছর কয়েক আগে পানিহাটি পুরসভায় সিদ্ধান্ত হয়, স্থানীয় পুরপ্রতিনিধির চিঠি নিয়ে এলে মোট মূল্যায়নের প্রতি লক্ষে ০.২৫ শতাংশ মিউটেশন ফি নেওয়া হবে।

পুরসভার মধ্যেই সক্রিয় ছিল সেই দালাল-চক্র। বাসিন্দাদের অভিযোগ, কারও ক্ষেত্রে ০.৫০ শতাংশ, আবার কারও ক্ষেত্রে ০.৭৫ শতাংশে মিউটেশন করা হচ্ছিল। যদিও তার জন্য কোনও রসিদ দেওয়া হত না।