ফের কেঁপে উঠল মায়ানমার, রিখটার স্কেলে তীব্রতা ৫.৫ !

সপ্তাহ দুয়েক আগের ভূমিকম্পের স্মৃতি মলিন হওয়ার আগেই ফের কেঁপে উঠলো প্রতিবেশী রাষ্ট্র। রবিবার সকালে মায়ানমারে ভূমিকম্প (Earthquake in Myanmar) হয়েছে বলে খবর মিলেছে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.৫। বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে সে দেশের প্রশাসন।

জানা গেছে রবিবার সকালে মায়ানমারে যে কম্পন অনুভূত হয়েছে তার কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে, মান্ডালয় থেকে ৯৭ কিলোমিটার দক্ষিণে উন্ডউইন টাউনশিপ এলাকায়। স্থানীয়রা বলছেন এত তীব্র কম্পন অনুভূত হয়েছে যে আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন অনেকেই। বেশ কিছু বাড়ির ছাদ ভেঙে পড়েছে। ফিরেছে গত ২৮ মার্চের বিধ্বংসী স্মৃতি। হতাহতের কোনও খবর বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। উদ্ধার কাজ শুরু হয়েছে।