Thursday, August 21, 2025

আম্বেদকরের জন্মদিবসে বিনম্র শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, ন্যায়-সাম্যের বার্তা রাজ্যপাল থেকে অভিষেকেরও

Date:

Share post:

ভারতের সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের ১৩৫তম জন্মদিবসে তাঁকে বিনম্র শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জন্মদিবসে তাঁকে আন্তরিকভাবে স্মরণ করেন মুখ্যমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। তিনি ডঃ ভীমরাও রামজি আম্বেদকরের উত্তরাধিকারের প্রতি সম্মান জানান। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, তিনি এমন সমাজ গড়ার লক্ষ্যে তাঁর জীবন নিয়োজিত করেছিলেন, যেখানে ন্যায়বিচার ও সাম্য বিরাজ করবে। তাঁর জীবন ও আদর্শ আমাদের অনুপ্রাণিত করে চলেছে আজও।

তৃণমূলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, ভীমরাও আম্বেদকরের জন্মদিবস উপলক্ষে, আসুন আমরা তাঁর আদর্শ ও কর্মের প্রতি সম্মান জানাই। তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক, আইনবিদ এবং সংবিধান প্রণেতা, যিনি ভারতীয় সমাজে ন্যায়বিচার ও সাম্যের জন্য লড়াই করেছেন। আমরা তাঁর দেখানো পথে হেঁটে, একটি উন্নত সমাজ গড়তে কাজ করি। রাজভবনের মিডিয়া সেলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় বার্তা দেওয়া হয়, ভারতের অন্যতম শ্রেষ্ঠ সন্তান ডঃ ভীমরাও রামজি আম্বেদকরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজ্যপাল। তিনি আম্বেদকরের গৌরবময় উত্তরাধিকারের প্রতি সম্মান জানান। এই দিনটি সমতা, ন্যায় ও সামাজিক সম্প্রীতি প্রচারের অঙ্গীকার নেওয়ার উপযুক্ত সময়। আমাদের সংবিধানের রচয়িতা ডঃ আম্বেদকর ছিলেন এক বহুমাত্রিক ব্যক্তিত্ব, তিনি একাধারে এক প্রাজ্ঞ রাজনীতিবিদ, বিশিষ্ট আইনজ্ঞ, দার্শনিক, বক্তা, লেখক, পণ্ডিত এবং সমাজ সংস্কারক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। সমাজের সর্বস্তরের মানুষকে অন্তর্ভুক্ত করে একটি সমতাভিত্তিক রাষ্ট্র গঠনের যে স্বপ্ন ডঃ আম্বেদকর দেখেছিলেন, তা আজও আমাদের প্রেরণা জোগায় এবং আগামীর পথনির্দেশ করে।

 

spot_img

Related articles

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...