১৪৩২ সালের প্রথম দিনটা কি দুর্যোগেই কাটবে বঙ্গবাসীর, মঙ্গলের মেঘলা আকাশে খানিকটা সেরকম আভাস মিলেছে। যদিও বেলা বাড়তেই রোদের দাপট চওড়া হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে বিকেলের পর কলকাতার কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের (South Bengal)একাধিক জেলায় সন্ধ্যা নাগাদ ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

এপ্রিলের মধ্যে লগ্নে ছোটখাটো কালবৈশাখীর সাক্ষী থাকলেও এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ কোথাও কোন বড় প্রাকৃতিক দুর্যোগ ঘটেনি। চলতি সপ্তাহে রোজই কমবেশি ঝড়-বৃষ্টি হতে পারে।মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি কম। আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করা হয়েছে। বুধবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এবং বীরভূমে সতর্কতা জারি করা হয়েছে।উত্তরবঙ্গের আট জেলাতেই বুধ ও বৃহস্পতিবারের জন্য হলুদ সতর্কতা। আপাতত তাপমাত্রা পরিবর্তনের বড় কোনও সম্ভাবনা নেই বলেই মনে করছেন হাওয়া অফিসের কর্তারা।

–

–


–

–

–

–

–

–

–
