Saturday, August 23, 2025

ব্যাটারদের অসাবধানতাকে দুষছেন রাহানে

Date:

Share post:

পঞ্জাব কিংসের(PBKS) কাছে বিশ্রী হার। ১১১ রান তাড়া করতে নেমে ৯৫ রানে শেষ হয়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স(KKR)। এরপরই অবশ্য হারের দায় নিজের ওপর নিয়েছিলেন অধিনায়ক অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane)। কিন্তু শুধু কি রাহানেরই দায়। ম্যাচের সাংবাদিক সম্মেলনে এসে হারের সমস্ত কারণই এবার ব্যখ্যা করলেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক। খারাপ ব্যাটিংকে যেমন দুষছেন তিনি, তেমনই বেশকিছু জায়গায় তাদের খেলার পরিকল্পনাও ভুল ছিল বলে মেনে নিচ্ছেন অজিঙ্ক রাহানে।

অঙ্গক্রিশ রঘুংবংশির সঙ্গে তাঁর কমিউনিকেশন গ্যাপটা অন্যতম প্রধান কারণ বলেই মনে করছেন নাইট অধিনায়ক। বিশেষ করে একটা রিভিউ নিয়েই দুজনের মধ্যে কমিউনিকেশনের সমস্যা হয়েছিল বলে মনে করছেন রাহানে(Ajinkya Rahane)। আর সেটাই অন্যতম কারণ বলে মনে করছেন রাহানে।

ম্যাচ শেষে রাহানে জানিয়েছেন, “একজন ব্যাটার হিসাবে আমি ভেবেছিলাম যে রিভিউটা পরের দিকের জন্য বাঁচিয়ে রাখি। অবশ্যই যদি রিভিউ শুরুতেই নিয়ে নি এবং সেটা নষ্ট হয়, পরের দিকে গিয়ে তা নিয়ে আফসোস করা যাবে না। সেখানেই নন স্ট্রাইকার এন্ডে যিনি ছিলেন তাঁর সঙ্গে আমার কমিউনিকেশনের অভাব ছিল। যদি কেউ তোমাকে বলে দেয় যে বল ইনসাইড ছিল এবূং ইমপ্যাক্ট কী ছিল, তবে ব্যাটারের জন্য সবসময়ই খুব সুবিধা হয়। কিন্তু সেই বিষয়ে ধারণাটাই পরিস্কার ছিল না। তবে এই নিয়ে কোনওরকম অভিযোগ করব না”।

চলতি আইপিএলে(IPL) এই প্রথমবার একশো রানের গন্ডীও টপকাতে পারেনি কলকাতা নাইট রাইডার্স(KKR)। পঞ্জাবের বিরুদ্ধে দলের বোলাররা দুরন্ত পারফর্ম্যান্স দেখিয়েছিলেন। সিএসকের পর পঞ্জাবের বিরুদ্ধেও হর্ষিত(Harshit Rana), বরুণরা নিজেদের সেরা ছন্দে ছিলেন। প্রতিপক্ষকে ১১১ রানের মধ্যে শেষ করে দিয়ে কেকেআরের জয়ের রাস্তাটাও কার্যত প্রস্তুত করে দিয়েছিল তারা। কিন্তু ব্যাটাররা চূড়ান্ত ব্যর্থ। ম্যাচ শেষের পর ব্যাটারদের ব্যর্থতাকেও অন্যতম কারণ বলছেন অধিনায়ক রাহানে।

রাহানে(Ajinkya Rahane) বলছিলেন, “আমি কখনোই বলবা না যে আমরা আত্মতুষ্ট ছিলাম। আমরা একেবারেই ভাল খেলতে পারিনি। এই কথাটা একেবারেই সত্যি। হাল্কাভাবে নেওয়ার মতো কোনও পরিস্থিতিই নেই। বিশেষ করে পরপর তিন – চারটে উইকেট হারানোর পর আমাদের আরও বেশি সাবধানী হওয়া উচিৎ ছিল। কিন্তু সেটা আমরা দেখাতে পারিনি। সেই সময় স্ট্রাইক রোটেট করার পাশাপাশি আরেকটু সময় নিয়ে খেলাটা উচিৎ ছিল। সেটাই দেখাতে পারিনি”।

পঞ্জাবের কাছে হারের পর আইপিএলের লিগ টেবিলে ছয় নম্বর স্থানে নেমে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। পরের ম্যাচে ২১ এপ্রিল ঘরের মাঠে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামবে কেকেআর। ঘরের মাঠ থেকেই নাইটরা ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার।

spot_img

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...