Friday, November 7, 2025

স্টার্কের বোলিং দেখে হতবাক অক্ষর পটেলও

Date:

Share post:

১২ বলে ১২টা ইয়র্কার, মিচেল স্টার্ককে(Mitchell Starc) দেখে হতবাক অধিনায়ক অক্ষর পটেলই(Axar Patel)। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অবিশ্বাস্য জয়। ম্যাচ শেষে অস্ট্রেলিয়ান তারকাকে নিয়ে উচ্ছ্বসিত অক্ষর পটেল। ম্যাচের শেষ ওভারে কার্যত রাজস্থান রয়্যালসের ব্যাটারদের দাঁড় করিয়ে রেখে দিয়েছিলেন মিচেল স্টার্ক। সেই একই কাজ করেছিলেন সুপার ওভারেও। সেইসঙ্গে জোড়া রান আউট। মিচেল স্টার্ক কেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী ক্রিকেটার সেটাই হয়ত আরও একবার বুঝিয়ে দিলেন তিনি।

রাজস্থান রয়্যালসের(Rajasthan Royals) বিরুদ্ধে ৪ ওভারে ৩৬ রান দিয়ে উইকেট নিয়েছেন একটা। কিন্তু শেষ ওভারে যে বোলিংটা তিনি করেছেন, তাতে ম্যাচের সেরা স্টার্ককে(Mitchell Starc) ছাড়া আর কাউকেই করা সম্ভব ছিল না। ম্যাচের ২০ তম ওভার এবং সুপার ওভার। সেই দুটো ওভারেই বাজিমাত মিচেল স্টার্কের। ২০তম ওভারে তিনি যখন বোলিং করতে যান সেই সময় রাজস্থান রয়্যালসের প্রয়োজন ছিল মাত্র ৯ রান। সেই জায়গা থেকেই দুরন্ত বোলিং করেন তিনি। সেই ওভারে একটা নো বল করলেও, প্রতিপক্ষকে প্রবল চাপে ফেলে দেন মিচেল স্টার্ক। সেইসঙ্গে তাঁর একের পর নন প্লেয়েবল ইয়র্কার।

দলের অধিনায়ক অক্ষর পটেল হলেও, “স্টার্কের এমন পারফরম্যান্স দেখে অবাক হয়ে গিয়েছিলেন তিনিও। ম্যাচ শেষে অক্ষর পটেল জানান, আমি ভেবেছিলাম স্টার্ক যদি তাঁর পরিকল্পনা কাজে লাগাতে পারে, তবে আমরা ফের ম্যাচে ফিরতে পারব। তিনি ম্যাচের ২০ তম ওভার এবং সুপার ওভারে বোলিং করেছিলেন। অর্থাৎ ১২ বলে ১২টা ইয়র্কার।  এই কারণেই তিনি অস্ট্রেলিয়ান কিংবদন্তী ক্রিকেটার”।

ম্যাচ শেষে সেরার পুরস্কারও ওঠে মিচেল স্টার্কের। গতবার কলকাতা নাইট রাইডার্স শিবিরে ছিলেন মিচেল স্টার্ক। যদিও এবার তাঁকে রাখেনি। সেই নিলাম থেকেই স্টার্ককে তুলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস(Delhi Capitals)। স্টার্ককে ছাড়াটা যে কতটা বড় ভুল ছিল সেটা হয়ত এখন কেকেআরও বুঝতে পারছে।

spot_img

Related articles

একটি কঙ্কালের অসম্পূর্ণ প্রেমকাহিনি

জয়িতা মৌলিক ১২৯৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখা 'কঙ্কাল' ছোটগল্পটির মঞ্চনাট্যরূপ দেখলাম ১৪৩২ বঙ্গাব্দের কার্তিক মাসে,...

KIFF: চলচ্চিত্র উৎসবের প্রথম দিনেই সত্যজিৎ স্মরণ, নন্দনে শ্রদ্ধার্ঘ্য ঋত্বিক ঘটককে

মহানগরীতে সিনে উৎসবের মেজাজ, শুরু হয়ে গেল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার...

রাজারহাটে যাত্রীবোঝাই বাস উল্টে দুর্ঘটনা, আহত বহু

শুক্রবার সাত সকালে রাজারহাটের হাড়োয়া খালি উল্টে গেল যাত্রীবোঝাই বাস (Bus Accident in Rajarhat)। বেড়াচাঁপার দিক থেকে করুণাময়ীর...

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...