Saturday, January 10, 2026

দোষ ঢাকতে অনধিকার কথা! মুর্শিদাবাদ নিয়ে বাংলাদেশের বক্তব্যের পাল্টা বিদেশমন্ত্রক

Date:

Share post:

কয়েক মাস ধরে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন চলেছে, মুর্শিদাবাদের ঘটনায় ফেরে একবার তা স্মরণ করিয়ে দেওয়া হল ভারতের তরফে। প্রতিবেশী দেশ থেকে দুষ্কৃতীরা এসে তান্ডব চালানোর যে তত্ত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) তুলে ধরেছিল, তা নিয়ে বাংলাদেশ সমালোচনা করলে পাল্টা বিদেশ মন্ত্রকের (MEA) তরফেও সে দেশে দুষ্কৃতীদের অবাধ ঘোরাফেরার দারুন তুলে ধরা হল। সেই সঙ্গে ভারতের বিষয়ে অনধিকার চর্চা নিয়ে সতর্ক করা হল। কার্যত বিদেশ মন্ত্রকও মেনে নিল, মুর্শিদাবাদের (Murshidabad) ঘটনায় হাত রয়েছে বিএসএফ-এর অপারদর্শিতায় ঢুকে আসা বাংলাদেশের দুষ্কৃতীদের।

সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক রিপোর্টে তুলে ধরেছে মুর্শিদাবাদের ঘটনায় বাংলাদেশ থেকে আসা দুষ্কৃতীদের হাত রয়েছে। এরই পাল্টা বাংলাদেশ দাবি করে ভারতের অশান্তিতে বাংলাদেশের কোন হাত নেই। কার্ষত ভারতের অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করা হয় বাংলাদেশের (Bangladesh) তরফে। সেই সঙ্গে পাল্টা দাবি করা হয়, ভারতে সংখ্যালঘুদের (minorities) ওপর আক্রমণে বহু মৃত্যু ঘটেছে। ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুক কেন্দ্র ও রাজ্য সরকার।

এরই পাল্টা ভারতীয় বিদেশ মন্ত্রকের (MEA) তরফে দাবি করা হয়, বাংলার মুর্শিদাবাদ নিয়ে বাংলাদেশের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বাংলাদেশের (Bangladesh) তরফে সেখানকার সংখ্যালঘুদের (minorities) ওপর অত্যাচারের সঙ্গে ভারতের যে তুলনা করা হয়েছে তা তাদের দেশের বাস্তবকে লুকানোর চেষ্টা। বাস্তবে বাংলাদেশে অপরাধীরা খোলা ঘুরে বেড়ায়। বাংলাদেশের উচিত অনধিকার কথা না বলে নিজের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা।

বিদেশ মন্ত্রকের কথাতেও কার্যত অমিত শাহর দফতরের কথার প্রতিফলন। বাংলাদেশ (Bangladesh) থেকে আসা দুষ্কৃতীরা যে বাংলার মুর্শিদাবাদে (Murshidabad) অশান্তির পিছনে দায়ী, সেই বক্তব্যকেই সমর্থন জানালো বিদেশ মন্ত্রক (MEA)। সম্প্রতি নরেন্দ্র মোদি ও মহম্মদ ইউনূসের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হলেও যে সীমান্তপার থেকে আসা দুষ্কৃতী নিয়ন্ত্রণে দেশের প্রধানমন্ত্রীও ব্যর্থ, মুর্শিদাবাদ নিয়ে বাংলাদেশকে দেওয়া বিদেশ মন্ত্রকের বিবৃতিতে তাও স্পষ্ট।

spot_img

Related articles

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...