Sunday, January 11, 2026

রবিতে বিগ্রেডে বাম গণ সংগঠনের সমাবেশ, মহানগর সচল রাখতে রাস্তায় ৯০০ পুলিশ

Date:

Share post:

ভোটবাক্স শূন্য হলেও ব্রিগেড ভরানো নিয়ে আশাবাদী সিপিএম (CPIM)। রবিবার ব্রিগেড ময়দানে বামেদের গণ সংগঠনের সমাবেশ। সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় মিছিল আসবে ময়দানে। ছুটির দিন হলেও কলকাতার বিভিন্ন অংশে যানজটের আশঙ্কা। মহানগরী সচল রাখতে তৎপর পুলিশ প্রশাসন৷ মোতায়েন থাকছে প্রায় ৯০০ পুলিশ (Police)।

সিটুর তরফে ডাকা এই সমাবেশে যোগ দেবে সিপিএমের (CPIM) অন্যান্য গণ সংগঠনগুলি। লালবাজার সূত্রের খবর, ব্রিগেড সমাবেশে যোগ দিতে হাওড়া ও শিয়ালদহ স্টেশন, পার্ক সার্কাস ময়দান, ভিক্টোরিয়া হাউস, এক্সাইড মোড়, খিদিরপুর মোড়-সহ আটটি জায়গা থেকে মিছিল করে ব্রিগেডে যাবেন বাম নেতা-কর্মীরা। ফলে যান চলাচল স্বাভাবিক রাখতে সতর্ক পুলিশ-প্রশাসন। লালবাজারের ট্রাফিক বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি ময়দানে থাকবেন অন্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও।

মোট আটটি জায়গায় জমায়েতের পরে মিছিল করে ব্রিগেডে যাবেন বাম নেতা-কর্মীরা। এর পাশাপাশি কলকাতার উপকণ্ঠ থেকেও একাধিক ছোট মিছিলের আসার কথা। ফলে বিক্ষিপ্ত ভাবে শহরের বিভিন্ন অংশে বন্ধ হয়ে যেতে পারে যান চলাচল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৪টি গুরুত্বপূর্ণ জায়গা বেছে নেওয়া হয়েছে। সেখানে থাকবে ট্র্যাফিক পুলিশের অতিরিক্ত বাহিনী। এর মধ্যে ১৩টি জায়গায় ট্র্যাফিক গার্ডের এক জন অতিরিক্ত এসি-র নেতৃত্বে বাহিনী থাকবে। রবিবার ভোর থেকে ব্রিগেড সংলগ্ন বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে পুলিশ বাহিনী।

ব্রিগেড সমাবেশে আসা গাড়ি রাখার জন্য ব্রিগেড সংলগ্ন নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করা হয়েছে।  ময়দান এলাকায় গাড়ি পার্কিং ছাড়াও এ জে সি বসু রোড, মেয়ো রোডের মতো কিছু রাস্তায় গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে।
আরও খবর: সমর্থন নেই! পুলিশি অনুমতির দোহাই দিয়ে প্রত্যাহার নবান্ন অভিযান

এই সমাবেশকে কটাক্ষ করেছেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, সিপিএমের কোনও ভিত্তি নেই। যাঁরা ওই সমাবেশে যাবেন, তাঁরাও ভোটটা বিজেপিকে দেবেন- খোঁচা কুণালের।

spot_img

Related articles

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...