প্রয়াত পোপ ফ্রান্সিস, ইস্টারে যোগ দিয়ে গাজায় যুদ্ধ বন্ধের ডাক দিয়েছিলন

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন রোমান ক্যাথলিক গির্জার প্রধান। সোমবার প্রয়াত হলেন পোপ ফ্রান্সিস(Pope Francis)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। ভ্যাটিকানের(Vatican City) একটি ভিডিয়ো বার্তায় তাঁর মৃত্যুর কথা জানানো হয়েছে।

অসুস্থতা সত্ত্বেও রবিবার ভ্যাটিকানের সেন্ট পিটার্স(Saint Peters) স্কোয়ারে ইস্টারের অনুষ্ঠানে যোগ দিয়েছিল পোপ(Pope Francis)। তাঁর কথা শোনার জন্য গতকাল হাজার হাজার মানুষ জমায়েত করেছিলেন। বক্তৃতা রাখতে গিয়ে গাজায় যুদ্ধ বন্ধের ডাকও দিয়েছিলেন। ঠিক তাঁর পরের দিনই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। ২১ বছর বয়সে তাঁর একটি ফুসফুসের অংশ বাদ দিতে হয়। এই সমস্যাই কয়েকদিন ধরে সেটাই গুরুতর আকার নেয়। শারীরিক পরীক্ষানিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তাঁর দুটি ফুসফুসই নিউমোনিয়ায় আক্রান্ত।

সম্প্রতি রোমের গেমেলি হাসপাতাল থেকে ছাড়া পান পোপ ফ্রান্সিস(Pope Francis)। তার পর থেকে ভ্যাটিক্যানে নিজের বাসভবনেই থাকছিলেন তিনি। সোমবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।