Saturday, August 23, 2025

এবার হাসপাতালে ভর্তি না হলেও মেডিক্লেমের সুবিধা পাওয়া যাবে

Date:

Share post:

হাসপাতালে ভর্তি না হয়ে কোনও ছোট অস্ত্রোপচার হলেও মিলবে মেডিক্লেমের সুবিধা। সোমবার রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন বঙ্গের স্বাস্থ্যবিমা সংস্থার কর্তারা। এদিন স্বাস্থ্যবিমা সংস্থাগুলির সঙ্গে বৈঠক শেষে স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের চেয়ারম্যান অসীমকুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ডে কেয়ার সার্জারির জায়গাটায় একটা অস্বচ্ছতা ছিল। বেসরকারি হাসপাতালে জোর করে রোগীকে ভর্তি করা হত। বৈঠকে ইনসিওরেন্স সংস্থা আমাদের জানিয়েছে, ডে কেয়ার সার্জারিও তারা স্বাস্থ্যবিমার মধ্যে আনছে। এদিন স্বাস্থ্যবিমা সংস্থাগুলিকে জানানো হয়েছে, একাধিক বিমা সংস্থার ইনসিওরেন্স অ্যাপ্রুভাল মেমোতে কিছু অস্বচ্ছতা আছে। দ্রুত তা সংশোধন করতে হবে। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, সমস্ত বিমা সংস্থা কনজিউমেবেল আইটেমকে বিমার আওতায় আনার কথা দিয়েছে।

গজ-তুলো, মাস্ক, সার্জিক্যাল গ্লাভস, ইঞ্জেকশনের সিরিঞ্জ, এসবই কনজিউমেবেল আইটেম। এতদিন বিমায় এই ধরনের জিনিসকে নন মেডিক্যাল আইটেম বলে গণ্য করা হত। যার জন্য খরচ দিত না অধিকাংশ বিমা সংস্থা। হাসপাতালে ভর্তি হলে এসবের প্রয়োজন। যার জন্য বড় অঙ্কের টাকা যায় রোগীর পকেট থেকে। এদিন স্বাস্থ্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে সমস্ত বিমা সংস্থা জানিয়েছে, এই ‘কনজিউমেবেল আইটেম’কেও মেডিক্লেমের আওতায় আনা হবে। স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, মেডিক্লেমের বিল বিমা সংস্থা মেটাতে দেরি করলেও তার জন্য ছুটি হয়ে যাওয়া রোগীকে হাসপাতালে আটকে রাখা যাবে না। বিল মেটাতে দেরি হওয়া নিয়ে বেসরকারি হাসপাতালের যুক্তি, টিপিএ অ্যাপ্রুভাল আসছে না। অন্যদিকে টিপিএ-দের (থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর) বক্তব্য, আমরা চেষ্টা করি দু’ঘণ্টার মধ্যে সমস্ত অ্যাপ্রুভাল ছেড়ে দিতে। কিন্তু বেসরকারি হাসপাতালে যাঁরা বসে থাকেন তাঁরা ঠিকমতো সমস্ত ডকুমেন্ট আপডেট করেন না। স্বাস্থ্য কমিশনের কড়া নির্দেশ, বেসরকারি হাসপাতাল-বিমা সংস্থা নিজেরা আলোচনা মিটমাট করবেন। রোগীকে আটকে রাখা যাবে না।

আরও পড়ুন – ওয়াকফ অশান্তি! মুখ্যসচিবের কাছে জমা পড়ল মুর্শিদাবাদের রিপোর্ট

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...