আবার কি নোটবন্দির ফন্দি? একেবারে উড়িয়ে দেওয়ার নয় আশঙ্কাটা। তবে গোয়েন্দাসূত্রকে উদ্ধৃত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে, বাজারে সম্ভবত প্রবেশ করেছে ৫০০ টাকার জালনোট। সমস্ত আর্থিক নিয়ন্ত্রক এবং প্রয়োগকারী প্রতিষ্ঠান এবং ব্যাঙ্কের উদ্দেশ্যেও জারি করা হয়েছে সতর্কতামূলক বিজ্ঞপ্তি।

কেমনভাবে চেনা যাবে আসল আর নকল। কেন্দ্র স্বীকার করেছে বিষয়টা বেশ কঠিন। তবে বানান বিভ্রমেই চিহ্নিত করা সম্ভব আসল কিংবা নকল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বানানে ‘ই’ এর পরিবর্তে ‘এ’ রয়েছে নকল নোটে। এই ভুল যাতে নজর এড়িয়ে না যায় তার জন্য সতর্ক থাকতে বলে হয়েছে সাধারণ মানুষকে। নকল নোট দেখলেই জানাতে বলা হয়েছে কর্তৃপক্ষকে। সচেতনতার বার্তা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সমস্ত প্রতিষ্ঠানকেও।

আরও পড়ুন – সিপ্যাপ যন্ত্র পেয়ে অভিষেককে কৃতজ্ঞতা অনীকের পরিবারের

_

_

_
_

_

_

_

_

_
