শুভেন্দুর মুখে ‘হিন্দুস্তান মুর্দাবাদ’! গুলিয়ে লাট: তীব্র খোঁচা কুণালের

অতি জোশ দেখাতে গিয়ে সেমসাইড করে ফেললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)? বিধানসভার গেটে পাকিস্তান (Pakistan) বিরোধী স্লোগান তুলতে গিয়ে ‘হিন্দুস্তান মুর্দাবাদ’ বলেছেন তিনি! সোশাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করে তীব্র খোঁচা তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)। লেখেন, “এই সেরেছে! গুলিয়ে লাট”

পহেলগামে (Pahalgam) জঙ্গি হামলা। বেছে বেছে হিন্দুদের উপর গুলি করায় ক্ষোভে ফুঁসছে দেশ। এই পরিস্থিতিতেও ভোটের রাজনীতি করছে বিজেপি, অভিযোগ বিরোধীদের। বৃহস্পতিবার বিধানসভার গেটে পাকিস্তানে বিরুদ্ধে স্লোগান তোলেন শুভেন্দু। পাকিস্তানের পতাকা পোড়ান হয়। আর এরপরেই স্লোগান দিতে গিয়ে ঘেঁটে ফেলেন বিরোধী দলনেতা! ‘পাকিস্তান মুর্দাবাদ’-এর বদলে আচমকা ‘হিন্দুস্তান মুর্দাবাদ’ বলে বসেন তিনি। সেই সময়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কুণাল ঘোষ। ক্যাপশনে কটাক্ষ করে লেখেন, “এই সেরেছে! গুলিয়ে লাট।”

পরে, সামলে নিয়ে শুভেন্দু (Shubhendu Adhikari) বলেন, “গাজার মতো পাকিস্তানকে ধুলিস্মাৎ করতে হবে।” শুধু তাই নয়, মোদির উপর ভরসা রাখার কথা বলে বিরোধী দলনেতা বলেন, “ভরসা রাখুন। ২৬ এর বদলে ২৬০টা মুণ্ড চাই।”
আরও খবরভারতের আত্মায় আঘাত! খুঁজে মারবে ভারত: জঙ্গি হামলা রোখার ব্যর্থতা ঢাকতে হুঙ্কার মোদির