পাঞ্জাবের ফিরোজপুর জেলায় ভারত-পাক সীমান্তে পাহারারত এক BSF জওয়ানকে আটক করেছে পাক রেঞ্জার্স৷ ফ্ল্যাগ মিটিংয়ে (Flag Meeting) সমস্যার সমাধানের চেষ্টা চলছে। অভিযোগ, ওই জওয়ান ভারতীয় ভূখন্ডে পাহারা দেওয়ার সময় ভুল করে পাক ভূখন্ডে প্রবেশ করেছিলেন৷ সংশ্লিষ্ট জওয়ানকে ভারতে ফিরিয়ে নিয়ে আসার জন্য ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে সীমান্তরক্ষী বাহিনী, দাবি বিএসএফের।

বুধবার দুদেশের সীমান্তে অবস্থিত জিরো লাইনে পাহারা দিচ্ছিলেন ওই জওয়ান৷ সেই সময়ে সেখানে ফসল কাটছিলেন ভারতের কৃষকরা। তাঁদের দিকে নজর রাখতে রাখতে নিজের অক্ষেয়ালেই তিনি জিরো লাইন পার করে পাক ভূখন্ডে প্রবেশ করেছেন, এই ক্ষেত্রে সংশ্লিষ্ট বিএসএফ জওয়ানের কোনও অসৎ উদ্দেশ্য ছিল না, দাবি জানানো হয়েছে বিএসএফ সূত্রে৷


তারপরেও সংশ্লিষ্ট জওয়ানকে পাক রেঞ্জার্সদের হাত থেকে ছাড়িয়ে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে, দাবি সরকারি সূত্রের৷ পাক রেঞ্জার্সদের সঙ্গে বিএসএফ-র (BSF) উচ্চপদস্থ কর্তাদের ফ্ল্যাগ মিটিংয়ের সময়ে গোটা প্রসঙ্গটি উত্থাপন করা হবে এবং সংশ্লিষ্ট ভারতীয় জওয়ানের অবিলম্বে মুক্তির জন্য জোরালো সওয়াল করা হবে বলে বৃহষ্পতিবার দাবি জানানো হয়েছে বিএসএফ সূত্রে৷
আরও খবর: নিরাপত্তাবাহিনীর গুলিতে তিন রাজ্যের ৫ মাওবাদী খতম, ছত্তিশগড়ের জঙ্গলে ঘেরাও ১০০০ নকশালপন্থী!

–


–

–

–

–

–

–

–
