লাহোরে আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন! বাতিল সব উড়ান 

শনির সকালে পাকিস্তানি বিমান অবতরণের সময় লাহোরে আল্লামা ইকবাল আন্তর্জাতিক এয়ারপোর্টে (Allama Iqbal International Airport) অগ্নিকাণ্ড। বিমানের চাকায় আগুন লেগে যাওয়ায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এয়ারপোর্ট চত্বরে। দ্রুত দমকল সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ। সব উড়ান বাতিল (All flights cancelled) করে সাময়িকভাবে রানওয়ে বন্ধ রাখা হয়েছে।

পাক বিমানবন্দরের (Pakistan’s Lahore Airport) অগ্নিকাণ্ডের বেশ কয়েকটি ভিডিও (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ধোঁয়া ছেয়ে গিয়েছে বিমানবন্দরের বিস্তীর্ণ অংশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সকালে পাক বায়ুসেনার একটি বিমানের চাকায় অবতরণের সময়ে মাটি ছোঁয়ার কিছু আগেই আগুন ধরে যায়। জ্বলন্ত চাকা নিয়েই অবতরণ করে বিমান। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন দমকল কর্মীরা। বিমান পরিষেবা আবার কখন স্বাভাবিক হবে, তা অনিশ্চিত। হতাহতের কোনও খবর মেলেনি। কীভাবে আগুনটা পটিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।