Monday, November 10, 2025

পাকিস্তানের নাম উধাও! ভারতের পাশে থেকেও দ্বিচারিতা আমেরিকার

Date:

Share post:

পহেলগাম জঙ্গি (Pahalgam attack) হামলার পরেই নরেন্দ্র মোদির পাশে থাকার কথা বলেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেই সময় পাকিস্তানকে জঙ্গি মদতের জন্য যে পরিমাণ ভর্ৎসনা করেছিলেন ক্রমশ উড়ে যাচ্ছে তার ছিঁটেফোঁটাও। ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তান দুই দেশই তার বন্ধু। তারই সুরে সুর মিলিয়ে জঙ্গি কার্যকলাপের নিন্দায় পাকিস্তানকে ভুলেই গেলেন মার্কিন এফবিআই (FBI) প্রধান কাশ প্যাটেল।

আমেরিকার জন্যই যে পাকিস্তানে তিন দশক ধরে সন্ত্রাসবাদীরা (terrorists) মদতপুষ্ট হয়েছে, বিপাকে পড়ে সেই কথা স্বীকার করে নিয়েছে পাকিস্তান। মুখোশ খুলে যেতেই পাক বিরোধিতা থেকে সরে এলো আমেরিকা। সদ্য নিযুক্ত এফবিআই (FBI) প্রধান কাশ প্যাটেল (Kash Patel) ট্রাম্পের নতুন বিবৃতির পরেই মুখ খুললেন যেখানে ভারতকে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি রয়েছে।

সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কাশ লেখেন, সাম্প্রতিক কাশ্মীরের জঙ্গি হানায় নিহতদের প্রতি সমবেদনা এফবিআই-এর (FBI) – সেই সঙ্গে ভারত সরকারকে পূর্ণ সহযোগিতার প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে। ভারতকে সহযোগিতার পাশাপাশি সন্ত্রাসবাদের (terrorism) বিরুদ্ধে রুখে দাঁড়ানোরও কথা বলেন তিনি। আর সেখানেই অনুপস্থিত পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে একটিও শব্দ। তিনি লেখেন, এই ঘটনা সন্ত্রাসবাদের (terrorism) কুফল থেকে আমাদের বিশ্ব যে ক্রমাগত হুমকির সম্মুখিন হচ্ছে তা স্মরণ করিয়ে দেয়। ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করুন। এই সময়ের আহ্বানে দ্রুত সাড়া দেওয়া বিভিন্ন সংস্থার পুরুষ ও মহিলা সদস্যদের ধন্যবাদ।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...