Tuesday, August 26, 2025

পহেলগাঁওয়ে মঙ্গলবার ঠিক কী ঘটেছিল? বিস্তারিত জানতে নিহত বিতান অধিকারীর বাড়িতে এনআইএ

Date:

Share post:

কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরনে রিসর্টে ঘটা ভয়াবহ জঙ্গি হামলার পর চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশজুড়ে। পুলওয়ামার পর এটিই জম্মু-কাশ্মীরের মাটিতে সবচেয়ে বড় জঙ্গি আক্রমণ। হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন, যাঁদের মধ্যে তিনজন পশ্চিমবঙ্গের বাসিন্দা। ঘটনায় দায় স্বীকার করেছে লস্কর-সমর্থিত জঙ্গিগোষ্ঠী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF)। জানা গেছে, হামলাকারীদের অধিকাংশই বিদেশি নাগরিক।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, হামলার আগে জঙ্গিরা সেনাবাহিনীর পোশাক পরে রিসর্টে ঢোকে এবং ধর্মীয় পরিচয় যাচাই করে নিশানা করে অমুসলিমদের। আচমকা গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। অন্তত ৪০ রাউন্ড গুলিচালনার খবর মিলেছে স্থানীয় সূত্রে। হামলার মুহূর্তে রিসর্টে থাকা পর্যটকরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন।

এনআইএ ইতিমধ্যেই তদন্তে নেমেছে। শনিবার কলকাতায় এসে বেহালার মৃত সমীর গুহর বাড়িতে যান তদন্তকারীরা এবং প্রায় চার ঘণ্টা ধরে তাঁর স্ত্রী ও কন্যার সঙ্গে কথা বলেন। রবিবার পুরুলিয়ার বৈষ্ণবঘাটা এলাকায়, নিহত বিতান অধিকারীর বাড়িতেও যান এনআইএ-র আধিকারিকরা। মৃতের স্ত্রী সোহিনী অধিকারীর সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে বলে সূত্রের খবর।

মঙ্গলবার ঠিক কী ঘটেছিল? কত জন জঙ্গি রিসর্টে ঢুকেছিল? গুলি চালানোর আগে কী বলেছিল তারা? এ সব প্রশ্নের উত্তর জানতেই বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছে এনআইএ। সম্ভবত আগামীকাল পুরুলিয়ার আরেক শহীদ মণীশরঞ্জন মিশ্রর পরিবারকেও সাক্ষাৎকার নেবে তদন্তকারী দল।

কাশ্মীরের শান্ত পরিবেশে এমন ভয়ানক হামলা নতুন করে প্রশ্ন তুলছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। নিরাপত্তা জোরদার করতে ইতিমধ্যেই এলাকাজুড়ে সেনা মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন – যত বিক্রম ভারতে! জঙ্গিদের বাড়ি উড়িয়ে দেশবাসীকে নাচানোয় কটাক্ষ তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...