আজ থেকে বাড়লো মাদার ডেয়ারি দুধের খরচ, কলকাতায় নতুন দাম নিয়ে ধোঁয়াশা!

অক্ষয় তৃতীয়ার (Akshay Tritiya) সকাল থেকে দেশ জুড়ে মাদার ডেয়ারি (Mother Dairy) দুধের দাম বাড়ালো সংস্থা। সংশ্লিষ্ট কোম্পানির তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, উৎপাদনের পাশাপাশি বন্টন খরচ বৃদ্ধি পেয়েছে। তাই ৩০ এপ্রিল বুধবার থেকে প্রতি লিটারে দু টাকা করে দাম বৃদ্ধি করা হয়েছে। দিল্লিতে ইতিমধ্যেই নির্দেশ কার্যকরী হলেও কলকাতায় মাদার ডেয়ারি দুধের দাম বাড়বে কিনা তা নিয়ে কিছুটা হলেও ধোঁয়াশা রয়েছে।

বিক্রেতারা মনে করছেন, রাজধানীতে যখন এই দুধের দাম বেড়েছে তখন খুব তাড়াতাড়ি অন্যান্য মেট্রো শহরেও তা কার্যকরী হবে। ফলে মধ্যবিত্তের পকেটের টান পড়তে চলেছে। মাদার ডেয়ারির (Mother Dairy) তরফে বলা হয়েছে, এতদিন প্রতি লিটার টোনড মিল্কের দাম ছিল ৫৪ টাকা। এখন থেকে তা কিনতে হলে খরচ হবে ৫৬ টাকা। ফুল ক্রিম দুধের (পাউচ) দাম প্রতি লিটারে ৬৮ টাকা থেকে বেড়ে ৭০ টাকা করা হয়েছে। এক লিটার টোনড মিল্কের পাউচ কিন্তু ৫৮ টাকা এবং ডাবল টোনড মিল্কের জন্য ৫১ টাকা খরচ করতে হবে ক্রেতাদের। উৎপাদন থেকে বন্টনে খরচ বৃদ্ধির কারণেই এই দাম বাড়ানোর সিদ্ধান্ত বলে মাদার ডেয়ারি কর্তৃপক্ষ জানিয়েছে।