দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে অবশেষে জয়ের রাস্তায় ফিরেছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। আবার সেই ম্যাচই জন্ম দিয়েছে নতুন বিতর্কের। ম্যাচ শেষের পরই রিঙ্কু সিংকে(Rinku Singh) চড় মারেন কুনদীপ যাদব(Kuldeep Yadav)। একবার নয়, দুবার তাঁর গালে চড় মারেন ভারতের এই চায়নাম্যান স্পিনার। আর তাতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে জোর সমালোচনা। যদিও পরিস্থিতি সামাল দিতে পরে কেকেআর এবং দিল্লি ক্যাপিটালস(DC) দুই তরফেই এই ঘটনা সম্বন্ধে জানানো হয়। মজার ছলেই নাকি দুই বন্ধুর খুনশুটি।

দুই ফ্র্যাঞ্চাইজি জানালেও নেটিজেনরা কিন্তু এই কথা মানতে একেবারেই নারাজ। কেউ কেউ তো কুলদীপ যাদবের(Kuldeep Yadav) এমন ব্যবহারের জন্য শাস্তির দাবীও জানিয়েছেন। দিল্লি ক্যাপিটালসকে এই ম্যাচে ১৪ রানে হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স(KKR)। ম্যাচ শেষের পর ডাগ আউটের কাছে কুলদীপ এবং রিঙ্কু সিং(Rinku Singh) কথাবার্তাও বলছিলেন। এমন সময়ই দেখা যায় রিঙ্কু সিংকে(Rinku Singh) চড় মেরে বসেন কুলদীপ যাদব।

Yo kuldeep watch it pic.twitter.com/z2gp4PK3OY
— irate lobster🦞 (@rajadityax) April 29, 2025
একবার নয়, পরপর দুবার তাঁকে চড়া মারেন কুলদীপ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেও খুব একটা বেশি সময় নেয়নি। সেই পরিস্থিতি রিঙ্কু সিংয়ের চোখ মুখেও ছিল কনফিউশনের ছাপ। অর্থাত্ কুলদীপ কেন এমনটা করল সেটা যেন রিঙ্কু সিংয়ও বুঝতে পারছিলেন না। আর সেই ভিডিওই এখন ঘুড়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

এরপরই অবশ্য পরিস্থিতি সামাল দিতে আসরে নামে কলকাতা নাইট রাইডার্স। তাদের তরফে জানানো হয় এই ঘটনা নাকি এমন কিছুই নয়। দুই বন্ধুর মধ্যে নেহাতই খুনশুটি। এরপর তাদের নানান ভাল মুহূর্তের ভিডিও পোস্ট করা হয়।

যদিও নেটিজেনরা এই তথ্য মানতে একেবারেই নারাজ। তাদের মতে কুলদীপের মাঠের মধ্যে একেবারেই করা উচিত হয়নি। সোশ্যাল মিডিয়া জুড়়ে চলছে বিতর্কের ঝড়।

–

–

–

–

–

–

–

–
