ধীরজের পাশে দাঁড়িয়ে হারের কারণ দর্শালেন মোহনবাগান কোচ

গোয়ার(FC Goa) বিরুদ্ধে হারের। সকলেই যখন ধীরজ সিংয়ের(Dheeraj Singh) সমালোচনার মুখর সেই সম. তাঁর পাশেই দাঁড়াচ্ছেন সবুজ-মেরুন(MBSG) কোচ বাস্তব রায়(Bastab Roy)। গত ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করলেও, এদিন দুটো গোলই কার্যত তাঁর ভুলেই হজম করতে হয়েছে মোহনবাগানকে(MBSG)। তবে ধীরজকে কিন্তু দোষ দিতে নারাজ বাস্তব রায়। বরং এমনটা হতে পারে বলেই মনে করছেন তিনি।

মোহনবাগান কোচ এই প্রসঙ্গে জানাচ্ছেন, “গত ম্যাচেই আমাদের জয়ের অন্যতম প্রধান কারিগড় ছিলেন ধীরজ সিং। কারোর প্রত্যেকটা দিনই সমান যায় না। এমনটা হতেই পারে”।

মোহনবাগানের হারের কারণ অবশ্য অন্যকিছু। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে তেমনটাই জানালেন সবুজ-মেরুন কোচ। তাঁর মতে অভিজ্ঞতাই এদিন তাদের হারের পিছনে অন্যতম কারণ। গোল খাওয়ার পর ঘুরে দাঁড়ানোর লড়াইটা তাঁর দলের ফুটবলাররা করতে পারেননি বলেই মনে করছেন বাস্তব রায়(Bastab Roy)।

তিনি জনিয়েছেন, “এদিন আমরা এগিয়ে গোল খেয়ে লড়াইয়ে ফিরলেও, দ্বিতীয়ার্ধে পরপর দুটো গোল খেয়ে যাওয়াটাই আনাদের পিছিয়ে দিয়েছিল। কীভাবে ঘুরে দাঁড়াতে হয় সেটাই করতে পারেননি ফুটবলাররা। অনভিজ্ঞতার কারণেই এমনটা হয়েছে। তবে এখান থেকেই অভিজ্ঞতা অর্জন করে শিখবেন ফুটবলাররা”।

আইএসএল শিল্ড এবং ট্রফি জেতার সুপার কাপ নিয়েও আশাবাদী ছিলেন মোহনবাগান সমর্থকরা। তবে শেষপর্যন্ত আর সেটা হল না। দ্বিমুকুটেই এই মরসুম শেষ করতে হল সবুজ-মেরুন ব্রিগেডকে।