Sunday, August 24, 2025

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

Date:

Share post:

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে বিজেপি কর্মীদের সোশ্যাল মিডিয়া পোস্টে বিজেপি নেতৃত্ব যে অস্বস্তিতে তা স্পষ্ট করে দিল দল। এর আগে দিলীপ ঘোষ নিজেই তাঁর পদক্ষেপের বিরোধিতায় যারা সরব হয়েছেন, দলের প্রতি তাঁদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। একই প্রশ্ন দলের মুখপাত্র শমিক ভট্টাচার্যের মুখেও।

বিজেপির তরফ থেকে আগেই জানানো হয়েছিল দিলীপ ঘোষের জগন্নাথ মন্দির যাওয়া নিয়ে কোনও মন্তব্য দলীয়ভাবে করা হবে না। তা সত্ত্বেও একাংশের বিজেপি নেতাদের সোশ্যাল মিডিয়া পোস্টে দিলীপ ঘোষের বিরোধিতা করতে দেখা যায়। যেখানে স্পষ্ট হয়ে যায় বিজেপির মধ্যে আদি-নব্যের দ্বন্দ্ব। আর সেখানেই বিজেপির বার্তা, গোটা ঘটনাই অনভিপ্রেত। তা সত্ত্বেও তা নিয়ে যে ধরনের প্রতিক্রিয়া হয়েছে তা থেকে বেরিয়ে আসার জন্য যা করার বিজেপি করবে। তার জন্য বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্যের দায়িত্বশীল নেতারা পদক্ষেপ নেবেন।

বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্য শিকার করে নেন, বিজেপির শৃঙ্খলা অনুযায়ী যে কেউ যেখানে যেতে পারেন। দিলীপ ঘোষের মত প্রাক্তন রাজ্য সভাপতি যে সিদ্ধান্ত নিয়েছেন তা নিয়ে দলে আলোচনা হয়েছে। তা সত্ত্বেও যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁদের বেশিরভাগই বিজেপির সদস্য নয় বলে দাবি শমিকের।

দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে দিলীপ ঘোষ নিজের অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছেন। তা সত্ত্বেও সাংসদ সৌমিত্র খানের মতো নেতাও প্রকাশ্যে তাঁর সমালোচনা করেছেন। আর সেখানেই বিজেপি মুখপাত্র শমিকের দাবি, প্রকাশ্যে যে প্রতিক্রিয়া হয়েছে তা নিন্দনীয়। বিজেপির মত দলে এই ধরনের কাজ কাঙ্খিত নয়। কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে বঙ্গ বিজেপির শৃঙ্খলা রক্ষাও এখন রাজ্যের নেতাদের হাতের বাইরে চলে গিয়েছে।

আরও পড়ুন- লন্ডনে অ্যাডামাস টেক কলসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...