জাফরাবাদে জোড়া খুন মামলায় সিবিআই তদন্তের আবেদন শুনলো না সিঙ্গল বেঞ্চ

Date:

Share post:

ওয়াকফ অশান্তির জেরে মুর্শিদাবাদের ধুলিয়ানের জাফরাবাদে বাবা- ছেলের খুনের ঘটনায় সিবিআই তদন্তের (CBI investigation)আবেদন শুনলেন না কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Tirthankar Ghosh)। মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগেই নিহতদের পরিবারকে কলকাতায় নিয়ে এসে রাজনীতি করার চেষ্টা বিজেপির। গেরুয়া দলের পক্ষ থেকে তাঁদের সল্টলেকে থাকার ব্যবস্থাও করা হয়েছে। শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) , কৌস্তভ বাগচীর মতো পদ্মনেতারা ‘অতিসক্রিয়’ হয়ে নিহতদের পরিবারকে দিয়ে সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা করালেও সেই আবেদন গ্রাহ্য করলেন না সিঙ্গল বেঞ্চের বিচারপতি। বরং মুর্শিদাবাদের অশান্তি সম্পর্কিত অন্যান্য মামলার শুনানি ডিভিশন বেঞ্চে হওয়ার কারণে নতুন দায়ের হওয়া মামলাটিকেও সেখানে পাঠালেন তীর্থঙ্কর ঘোষ।

গত এপ্রিল মাসে ওয়াকফ বিরোধী আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে নবাবের জেলা। মুর্শিদাবাদের অশান্তির জেরে খুন হন হরগোবিন্দ দাস এবং চন্দন দাস। এরপরই পুলিশের প্রতি অনাস্থা প্রকাশ করে হেনস্থার অভিযোগ তুলে বিজেপি নেতাদের সঙ্গে মিলে কলকাতা হাইকোর্টে মামলা করে নিহতের পরিবার। সিবিআই তদন্তের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দাবিও করেন তাঁরা। কিন্তু এই আবেদনকে পাত্তা দিল না হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। পাশাপাশি সল্টলেকে বিধান নগর পুলিশের অতিশ সক্রিয়তা নিয়েও মামলা হয়েছিল। দুটি মামলা যেহেতু একসঙ্গে হয়েছে সেই কারণে বিচারপতি ঘোষ আলাদা করে দ্বিতীয়টির শুনানি না করে দুই মামলাকেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পাঠিয়েছেন।

spot_img

Related articles

চন্দননগর নয়! কোথা থেকে সূচনা বাংলায় জগদ্ধাত্রী পুজোর? জানুন ইতিহাস 

জগদ্ধাত্রী পুজোর নাম উঠলেই চোখের সামনে ভেসে ওঠে গঙ্গাপাড়ের শহর চন্দননগরের ছবি—চোখধাঁধানো আলোকসজ্জা, সুবিশাল প্রতিমা আর অসংখ্য দর্শনার্থীর...

চাপ দিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়: বিস্ফোরক নারদ মামলার প্রথম তদন্তকারী CBI আধিকারিক

বিস্ফোরক স্বীকারোক্তি নারদ (Narada Case) মামলার প্রথম তদন্তকারী সিবিআই আধিকারিক রঞ্জিত কুমারের (Ranjit Kumar)। একটি অডিও সাক্ষাৎকারে তিনি...

ছটপুজোয় বন্ধ থাকবে রবীন্দ্র – সুভাষ সরোবর, বিকল্প ঘাটে আয়োজনের প্রস্তুতি 

ছটপুজো উপলক্ষে এ বছরও সাধারণের জন্য বন্ধ রাখা হবে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর। জলদূষণ রোধ ও পরিবেশ...

আসানসোলে চিটফান্ড কেলেঙ্কারির অভিযুক্তের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই, জানালো ঘাসফুল শিবির

আসানসোলে প্রায় ৩৫০ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারিতে 'তৃণমূল নেতা'র নাম জড়িয়ে যে ভিত্তিহীন অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা...