আইন-শৃঙ্খলায় জোর। ফরাক্কা (Farakka), ধুলিয়ান, সুতি নিয়ে নতুন মহকুমা তৈরি হবে। মঙ্গলবার সুতি-তে ছাবঘাটি ক্ষুদিরাম দাস বিদ্যালয়ের সংলগ্ন মাঠে পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মুখ্যমন্ত্রী কথায়, “ফরাক্কা-ধুলিয়ান-সুতি মালদহে লোকসভা ভোট পড়ে। ফরাক্কা-ধুলিয়ান-সুতি নিয়ে নতুন সাব ডিভিশন অফিস তৈরি করা হচ্ছে প্রশাসনিক বিষয়ে উন্নতি করার জন্য। এক থেকে দেড় মাসের কাজ হয়ে যাবে। আপনাদের কষ্ট করে আর দূরে যেতে হবে না বাড়ির কাছাকাছি সুতি ধুলিয়ান বা ফরাক্কার মধ্যবর্তী কোন স্থানে এই সাব ডিভিশন অফিস তৈরি হবে।”

রাজ্যের প্রশাসনিক বলেন, “সুতি, ধুলিয়ান এবং ফরাক্কার (Farakka) মানুষদের জন্য নতুন মহকুমা অফিস গঠন করা হচ্ছে মুর্শিদাবাদে। এছাড়াও মুর্শিদাবাদে ১৭৫টি স্বাস্থ্যকেন্দ্র তৈরির জন্য ১২ কোটি টাকা বরাদ্দ করা হবে। মুর্শিদাবাদে উন্নয়নের জন্য মোট ৭১৮ কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়েছে।”
–

–
–

–

–

–

–


–

–

–
