Wednesday, August 27, 2025

বিগত দশ বছরের মধ্যে এবারের রেজাল্ট সবচেয়ে ভালো, জানালো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ 

Date:

Share post:

বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল। পরীক্ষা শেষ হওয়ার পঞ্চাশ দিনের মাথায় বিদ্যাসাগর ভবনে পরীক্ষার ফল ঘোষণা করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharya)। তিনি জানান কোভিডের তিন বছর বাদ দিলে গত ১০ বছরের মধ্যে এবার উচ্চমাধ্যমিকে সব থেকে ভালো ফল হয়েছে।পাশের হার ৯০.৭৯ শতাংশ। মেয়েদের তুলনায় ছেলেরা বেশি ভালো ফল করেছে। বিজ্ঞান বিভাগে পাশ করেছেন ৮৮ হাজার ২২ জন , পাশের হার ৯৯.৪৬ শতাংশ। বাণিজ্য বিভাগে উত্তীর্ণ হয়েছেন ৩০ হাজার ৮৮৭ জন (৯৭.৫২ শতাংশ)। কলা বিভাগে পাশ করেছেন ৩ লক্ষ ৬১ হাজার ১০ জন। পাশের হার সামান্য কম ৮৮.২৫ শতাংশ। ১৯৭৮ থেকে ২০২৫ পর্যন্ত পুরনো সিলেবাসে শেষবারের মতো পরীক্ষাগ্রহণ করা হয়েছে। ২০২৬ সাল থেকে সিমেস্টার পদ্ধতিতে বছরে দু’বার করে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। এ বছর মার্কশিটে কিউ আর কোড থাকবে পাশাপাশি বিষয়ভিত্তিক পার্সেন্টেজ উল্লেখ করা হয়েছে। প্রথম দশের মেধা তালিকায় রয়েছেন ৭২ জন। জেলাভিত্তিক ফলাফলে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। তৃতীয় স্থানে কলকাতা। হুগলি জেলা থেকে প্রথম দশে ১৪ জন পরীক্ষার্থী জায়গা করে নিয়েছেন।

এক নজরে উচ্চ মাধ্যমিক ২০২৫- এর প্রথম দশের মেধা তালিকা:- 

প্রথম: রূপায়ন পাল (বর্ধমান সিএমএস স্কুল), প্রাপ্ত নম্বর: ৪৯৭ (৯৯.৪ শতাংশ)।

দ্বিতীয়: তুষার দেবনাথ (বক্সিরহাট হাই স্কুল, জেলা কোচবিহার), প্রাপ্ত নম্বর: ৪৯৬ (৯৯.২ শতাংশ)

তৃতীয় : রাজর্ষি অধিকারী (আরামবাগ হাই স্কুল, জেলা হুগলি), প্রাপ্ত নম্বর: ৪৯৫ (৯৯ শতাংশ)।

চতুর্থ: সৃজিতা ঘোষাল (সোনামুখী গার্লস হাই স্কুল,বাঁকুড়া) প্রাপ্ত নম্বর: ৪৯৪ (৯৮.৮ শতাংশ)।

পঞ্চম স্থানাধিকারী হয়েছেন ৬ জন। প্রত্যেকের প্রাপ্ত নম্বর: ৪৯৩ 

  • • ঐশিকী দাস (মনীন্দ্রনাথ হাই স্কুল, জেলা: কোচবিহার)
  • • প্রান্তিক গঙ্গোপাধ্যায় (আরামবাগ হাই স্কুল, জেলা: হুগলি)
  • • তন্ময় পথিক (সোনারপুর বিদ্যাপীঠ হাই স্কুল, জেলা: দক্ষিণ ২৪ পরগনা)
  • • বীরেশ ঘোষ (রামকৃষ্ণ বিদ্যাভবন, জেলা: পশ্চিম মেদিনীপুর)
  • • ঋত্বিক পাল (কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউট, জেলা: পূর্ব বর্ধমান)
  • • কুন্তল চৌধুরী (ভাতার এমপি হাই স্কুল, জেলা: পূর্ব বর্ধমান)

ষষ্ঠ স্থানে রয়েছেন ৮ জন। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৯২ (৯৮.৪ শতাংশ)।

  • • রৌণক গড়াই (শ্রী অরবিন্দ বিদ্যামন্দির)
  • • আরাফাত হোসেন (মুক্তারপুর হাই স্কুল)
  • • চয়ন দাস কবিরাজ (স্কুলের নাম: সাইঁথিয়া টাউন হাই স্কুল)
  • • জয়দীপ পাল(স্কুল: মেমারি ভি.এম ইনস্টিটিউট, জেলা: পূর্ব বর্ধমান)
  • • পরন্তপ মুখোপাধ্যায় (নব নালন্দা শান্তিনিকেতন হাই স্কুল, জেলা: বীরভূম)
  • • দেবদত্তা মাঝি (কাটোয়া ডিডিসি গার্লস হাই স্কুল)
  • • রূপাঞ্জন সরকার, (স্কুলের নাম: রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল, উত্তর ২৪ পরগনা)
  • • অয়ন কুন্ডু, (বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়)

সপ্তম স্থানে রয়েছে ১১ জন। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৯১ (৯৮.২ শতাংশ)।

  • • অনুস্কা শর্মা, আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুল
  • • সৈয়দ মহ. তামজিদ, রহিমপুর নবগ্রাম হাই স্কুল, জেলা: হুগলি
  • • অঙ্কন নন্দী, গোঘাট হাই স্কুল
  • • তন্ময় হালদার, চাতরা নন্দলাল ইনস্টিটিউটশন, জেলা: হুগলি
  • • শিল্পা গোস্বামী, বাঁকুড়া ভেদুয়াশোল হাই স্কুল
  • • শুভম পাল, স্কুলের নাম: বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল
  • • প্রিয়াঙ্কা বর্মন, নগর ডাকালিগঞ্জ হাই স্কুল, জেলা: কোচবিহার।
  • • জয়ীতসি ঘোষ, স্কুলের নাম: এগরা ঝাটুলাল হাই স্কুল
  • • বর্ণিতা হাজরা, স্কুলের নাম: এগরা স্বর্ণময়ী গার্লস হাইস্কুল
  • • মহ. সাজিদ হুসেন,হাওড়া হাই স্কুল
  • • কোয়েল গোস্বামী, স্কুলের নাম: কচুয়া বোয়ালমারি হাই স্কুল, জেলা: জলপাইগুড়ি

অষ্টম স্থানে রয়েছে ১৬ জন। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৯০ (৯৮ শতাংশ)

  • • জ্যোর্তিময় দত্ত (ফালাকাটা হাই স্কুল, জেলা: আলিপুরদুয়ার)
  • • তথাগত রায় (পাঠভবন, কলকাতা)
  • • রাজদীপ শাসমল( কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল)
  • • অভ্রদীপ বেরা (মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়)
  • • ঋতম মান্না, (বাঁকুড়া জিলা স্কুল)
  • • দেবজিৎ রায়, (স্কুলের নাম: বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়)
  • • অনুভব মণ্ডল, (বীরভূম নব নালন্দা শান্তিনিকেতন হাই স্কুল)
  • • লীনা দাস (স্কুলের নাম-মন্দিরা নাথ হাই স্কুল, জেলা: কোচবিহার)
  • • তিস্তা বেরা (রঘুনাথবাড়ি রামতারক হাই স্কুল, পূর্ব মেদিনীপুর)
  • • নবমিতা কর্মকার (উদয়পুর হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয়, জেলা: উত্তর ২৪ পরগনা)
  • • অদ্রিজ গুপ্ত ( নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন)
  • • ওম কুন্ডু ( সারদা বিদ্যাপীঠ, দক্ষিণ ২৪ পরগনা)
  • • রফিদ রানা লস্কর (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন)
  • • অঙ্কিত চক্রবর্তী (বেহালা হাই স্কুল, জেলা: দক্ষিণ ২৪ পরগনা)
  • • শ্রেষ্ঠা মুখোপাধ্যায়(হুগলি শ্রীরামকৃষ্ণ শিশু তীর্থ হাই স্কুল)
  • • সৌরভ বেরা (শ্রীরামকৃষ্ণ শিশু তীর্থ হাই স্কুল)

নবম স্থানে রয়েছে ১৬ জন, প্রাপ্ত নম্বর ৪৮৯

  • • বিপ্রদীপ জানা (কিশোরনগর সচিন্দ্র শিক্ষা সদন, জেলা: পূর্ব মেদিনীপুর)
  • • সৌমসুন্দর রায় (মেদিনীপুর কলেজিয়েট স্কুল)
  • • অঙ্কুর ঘোষ (নিমতলা হাই স্কুল,মুর্শিদাবাদ)
  • • জিষ্ণু ঘোষ (মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়)
  • • নজফর রহমান (স্কুলের নাম: রামপুরহার জিতেন্দ্রলাল বিদ্যাভবন, জেলা: বীরভূম)
  • • সায়ক বিশ্বাস, (স্কুলের নাম: চাকদহ রামলাল অ্যাকাডেমি, জেলা: নদিয়া)
  • • সত্যম বণিক (কোচবিহার রামভোলা হাই স্কুল)
  • • অদ্রিজা জানা (তাজপুর হাই স্কুল, জেলা: পূর্ব মেদিনীপুর)
  • • পবিত্র মন্ডল, (স্কুল: সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির, জেলা: দক্ষিণ ২৪ পরগনা)
  • • অর্ক মন্ডল (বসিরহাট টাউন হাই স্কুল)
  • • তনয় তিকদার (অশোকনগর বয়েজ় সেকেন্ডারি স্কুল, উত্তর ২৪ পরগনা)
  • • অনিক বারুই ( নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়)
  • • অনিশ বারুই (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়)
  • • সৌনক বন্দ্যোপাধ্যায়, (স্কুলের নাম: টাকি হাউস গভর্নমেন্ট স্পনসরড মাল্টিপারপাস স্কুল ফর বয়েজ়, কলকাতা)
  • • সৃজিতা দত্ত (বেথুন কলেজিয়েট স্কুল, কলকাতা)
  • • সপ্তর্ষি পাঁজা (আনুর হাই স্কুল, জেলা: হুগলি)

৪৮৮ নম্বর পেয়ে দশম স্থানে রয়েছেন ১০ জন পরীক্ষার্থী। 

  • • মৌসুমি পাল (স্কুল মুরলীগঞ্জ হাই স্কুল, জেলা: দার্জিলিং)
  • • কৌরব বর্মন (বলাপুর হাই স্কুল,দক্ষিণ দিনাজপুর)
  • • সাগ্নিক পাত্র (মেদিনীপুর কলেজিয়েট স্কুল)
  • • শ্রীপর্ণা মণ্ডল (স্কুলের নাম:পানসুলি হাই স্কুল, জেলা: পশ্চিম বর্ধমান)
  • • অর্ক বন্দোপাধ্যায় (বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল)
  • • সর্বজিৎ সাহা (আরামবাগ হাই স্কুল, হুগলি)
  • • অদ্রিশ সামন্ত, স্কুল: রামনগর নুট বিহারি পালচৌধুরী হাই স্কুল,হুগলি)
  • • দীপ অধিকারি (বোলপুর নিচুপট্টি নিরোদবারনী হাই স্কুল)
  • • মৌমিতা মন্ডল (অরবিন্দ ডিবিএম অ্যাকাডেমি, জেলা : মালদহ)
  • • অভিষেক দাস (স্কুলের নাম: কান্দি রাজ হাই স্কুল, মুর্শিদাবাদ)

spot_img

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...