মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সরকারি কর্মীদের ছুটি বাতিলের নির্দেশিকা জারি

Date:

Share post:

দেশের হয়ে লড়াই করার সময়। সব নাগরিক দায়িত্ব পালন করবেন। ভিজিল্যান্স থাকবে। সবাইকে সতর্ক করা হয়েছে। সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী সতর্ক থাকবে- বুধবারই নবান্ন (Nabanna) থেকে সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই মতো বৃহস্পতিবার, নির্দেশিকা জারি করল রাজ্য অর্থ দফতর। জানানো হয়েছে, চিকিৎসা জনিত কারণ ছাড়া এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীদের কোন ছুটি অনুমোদিত হবে না।

এদিন রাজ্যের অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাত মিশ্রের সই করা এই নির্দেশিকায় জানানো হয়েছে, চিকিৎসা জনিত কারণ ছাড়া এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীদের কোনও ছুটি অনুমোদিত হবে না। ইতিমধ্যেই চিকিৎসার কারণ ছাড়া যাঁরা ছুটি নিয়েছেন সেই সমস্ত ছুটি বাতিল বলে গণ্য করা হবে।

দেশের দশটি আন্তর্জাতিক সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ নেপাল-ভুটান সীমান্তবর্তী রাজ্য হিসেবে বাড়তি সতর্কতা নেওয়ার কথাও জানিয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় গাইডলাইন ও প্রকাশ করা হয়েছে।
আরও খবরউপাচার্য নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা আচার্যের! দেরির কারণ সিল বন্ধ খামে জানানোর নির্দেশ

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানিয়ে ছিলেন, উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রীয় গাইডলাইন (Guide Line) মেনে চলবে রাজ্য। পাশাপাশি তিনি উল্লেখ করেছিলেন যে সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হবে। রাজ্যের বেসরকারি স্কুলগুলিকে রবীন্দ্র জয়ন্তী থেকে ঘোষণার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের নির্যাস ও মুখ্যমন্ত্রীর বক্তব্যের নিরিখে এদিন রাজ্য অর্থ দফতের নির্দেশিকা জারি করে সরকারি কর্মীদের অবিলম্বে ছুটি বাতিলের ঘোষণা করল।

spot_img

Related articles

চন্দননগর নয়! কোথা থেকে সূচনা বাংলায় জগদ্ধাত্রী পুজোর? জানুন ইতিহাস 

জগদ্ধাত্রী পুজোর নাম উঠলেই চোখের সামনে ভেসে ওঠে গঙ্গাপাড়ের শহর চন্দননগরের ছবি—চোখধাঁধানো আলোকসজ্জা, সুবিশাল প্রতিমা আর অসংখ্য দর্শনার্থীর...

চাপ দিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়: বিস্ফোরক নারদ মামলার প্রথম তদন্তকারী CBI আধিকারিক

বিস্ফোরক স্বীকারোক্তি নারদ (Narada Case) মামলার প্রথম তদন্তকারী সিবিআই আধিকারিক রঞ্জিত কুমারের (Ranjit Kumar)। একটি অডিও সাক্ষাৎকারে তিনি...

আসানসোলে চিটফান্ড কেলেঙ্কারির অভিযুক্তের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই, জানালো ঘাসফুল শিবির

আসানসোলে প্রায় ৩৫০ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারিতে 'তৃণমূল নেতা'র নাম জড়িয়ে যে ভিত্তিহীন অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা...

বোনের কাছে ভাইফোঁটা শোভনদেবের, টলিনায়িকারা ফোঁটা দিলেন অরূপকে

বাংলা জুড়ে আজ উৎসবের আমেজ। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই মাতলেন ভাইফোঁটা উদযাপনে। সকাল গড়িয়ে বিকেল তবু এখনও...