Monday, August 11, 2025

ভোরে জম্মুতে ‘হেভি শেলিং’, পাকিস্তানের ৪ এয়ারবেস গুঁড়িয়ে দিল ভারত

Date:

Share post:

শনিবার ভোর রাতে জম্মু ও তার নিকটবর্তী অঞ্চলে লাগাতার ড্রোন হামলার আঁতুড়ঘরকে নিশানা করল ভারত। গুঁড়িয়ে দেওয়া হলো পাক ড্রোনের লঞ্চ প্যাড (Pakistan Drone Launch Pad)।ভারতীয় বায়ুসেনার (Indian Air force) তরফে গুজরাটে ধ্বংস করা হল ছটি ড্রোন। এএনআই (ANI) সূত্রে জানা গেছে, পাকিস্তানের হামলায় ভারতের কড়া প্রত্যাঘাত চলছে। এখনও পর্যন্ত শাহবাজ শরিফের দেশের অন্তত ৪টি এয়ারবেস ধ্বংস করা হয়েছে। তালিকায় রয়েছে রাওয়ালপিন্ডির নুর খান এয়ারবেস, সিন্ধ প্রদেশের সুক্কুর, চাকওয়ালের মুরিদ এয়ারবেস, শোরকোটের রফিকি এয়ারবেস। পাশাপাশি কিছুক্ষণ আগে অসমর্থিত সূত্রে পাওয়া খবর অনুযায়ী, পাকিস্তানের সারগোধা এয়ারবেসেও ভারতের প্রত্যাঘাত জারি রয়েছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর বাসভবনে অজিত ডোভালের সঙ্গে বৈঠক শুরু হয়েছে।

গত দুদিন ধরে পাকিস্তানের বিভিন্ন এয়ারবেস থেকে কখনও ড্রোন কখনও মিসাইল হামলা রুখে দিয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম (Air Defence System)। ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, শনিবার আনুমানিক সকাল পাঁচটা নাগাদ অমৃতসরের খাসা ক্যান্টের উপর একাধিক সশস্ত্র শত্রু ড্রোন সনাক্ত করা হয়েছে। দেশের বিমান প্রতিরক্ষা ইউনিট আক্রমণ প্রতিহত করেছে। পশ্চিম ভারতে পাকিস্তান ক্রমাগত উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে। সাধারণ মানুষ তথা জনবসতিপূর্ণ এলাকাকে টার্গেট করা হচ্ছে কাঁটাতারের ওপার থেকে। ভারতের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং বেসামরিক জীবনকে বিপন্ন করার যে চেষ্টা করছে পাকিস্তান, তার কড়া জবাব দেওয়া হবে বলে ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে।

 

spot_img

Related articles

রবি মরশুমে পেঁয়াজ উৎপাদনে রেকর্ড রাজ্যের, আশা দাম কমার 

রাজ্যে এ বছর রবি মরশুমে পেঁয়াজ উৎপাদন ৭ লক্ষ টন ছাড়িয়েছে—যা এখন পর্যন্ত সর্বকালীন রেকর্ড। উৎপাদনের পাশাপাশি সংরক্ষণেও...

গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করতে বড় পদক্ষেপ, ৬ হাজারের বেশি চিকিৎসক-নার্স নিয়োগে উদ্যোগ রাজ্যের

গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে (Health Service) আরও শক্তিশালী করতে রাজ্য সরকার ১,২০০-র বেশি সাধারণ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক (জিডিএমও) সহ প্রায়...

বুথে যান, ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি করুন: উত্তর দিনাজপুর-বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে নির্দেশ অভিষেকের

পূর্ব ঘোষণামতো সোমবার উত্তর দিনাজপুর ও বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আগামী সপ্তাহেই এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা বোর্ডের

সবকিছু ঠাকঠাক চললে আগামী সপ্তাহেই এশিয়া কাপের (Asia Cup) দল ঘোষণা করতে চলেছে বিসিসিআই (BCCI)। আগামী সেপ্টেম্বর থেকে...