কাশ্মীর: ট্রাম্পের মধ্যস্থতা চায় না ভারত, বাণিজ্য নিয়ে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট!

Date:

Share post:

একবার দু’পক্ষের সঙ্গে কথা বলে সংঘর্ষ বিরতির চেষ্টা করলেও বারবার তাঁকে এ বিষয়ে নাক গলাতে দেওয়া হবে না। আমেরিকার (America) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) স্পষ্টই জানিয়ে দিল ভারত। কাশ্মীর নিয়ে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব সরাসরি খারিজ করে সাফ জানিয়ে দেওয়া হল, মধ্যস্থতা চাই না। পাক-অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য। এ বিষয়ে তৃতীয় কোনও পক্ষের মধ্যস্থতা মানা হবে না। দ্বিধাহীনভাবে ভারত জানিয়ে দিয়েছে, পাকিস্তানের সঙ্গে আলোচনা হতে পারে শুধুমাত্র সন্ত্রাসবাদ নির্মূল করার প্রশ্নেই।

ট্রাম্পেরই (Donald Trump) মধ্যস্থতায় ঘোষিত হয়েছিল ভারত-পাক সংঘর্ষবিরতি। যদিও ঘোষণার পরেও সংঘর্ষবিরতি ভেঙে চোরাগোপ্তা আক্রমণ চালিয়েছে পাকিস্তান। মুখের উপর জবাবও দিয়েছে ভারত। এবারে কাশ্মীর সমস্যাতেও হস্তক্ষেপ করার ইঙ্গিত দিয়ে প্রত্যাখ্যাত হলেন মার্কিন প্রেসিডেন্ট। রবিবার তিনি জানান, এই সমস্যা সমাধানের চেষ্টা করবেন তিনি। কিন্তু ভারত বরাবরই অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানিয়ে এসেছে, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। আন্তর্জাতিক ক্ষেত্রেও নিজেদের কড়া মনোভাব স্পষ্ট করে দিয়ে বুঝিয়ে দিয়েছে, কাশ্মীর প্রশ্নে কোনওভাবেই বরদাস্ত করা হবে না তৃতীয়পক্ষের হস্তক্ষেপ।

তবে ট্রাম্পের আসল লক্ষ্য শান্তি কি না তাই নিয়ে প্রশ্ন থাকছে তাঁরই করা সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। যেখানে তিনি বলছেন, তিনি দুদেশের সঙ্গে বাণিজ্য বিষয়ে আগ্রহী। অর্থাৎ দুটি দেশের বাজারকে লক্ষ্য করেই তাঁর পদক্ষেপ বলে মনে করছে অনেকেই। ট্রাম্প নিজেই প্রস্তাব দেন, দু’দেশের সঙ্গে কথা বলে কাশ্মীর সমস্যার সমাধান খোঁজার প্রক্রিয়ায় যুক্ত হওয়ার। সমাজমাধ্যমে তাঁর বক্তব্য, আমি আপনাদের দু’জনের সঙ্গেই কথা বলে দেখতে চাই, হাজার বছর পরে কাশ্মীরের বিষয়ে কোনও সমাধানে পৌঁছানো যায় কিনা। দু’দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর ইচ্ছাও প্রকাশ করেন ট্রাম্প। কিন্তু কাশ্মীর ইস্যুতে তাঁর মধ্যস্থতার প্রস্তাব ভারত সরাসরি বাতিল করে দিয়েছে বলে জানা গিয়েছে।

 

 

spot_img

Related articles

ইসলামাবাদের পর মুরিদকে! শাহবাজের নির্মম দমননীতিতে নিহত ১৩, আহত শতাধিক

ইসলামাবাদের (Islamabad) পর এবার মুরিদকে-তে (Muridke) জোরদার সরকারবিরোধী আন্দোলন। সোমবার ভোরবেলা পুলিশের গুলিতে অন্তত ১৩ জন বিক্ষোভকারী নিহত...

বিক্রম ভাটের অফিস থেকে হার্ড ডিস্কের গোপন ভিডিও বিক্রি, ফের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ

বড় বিপদের মুখে বলিউড পরিচালক বিক্রম ভাট(Vikram Bhat)। পরিচালক অভিযোগ জানিয়েছেন মুম্বইয়ে তাঁর আন্ধেরির অফিস থেকে চুরি হয়েছে...

Petrol Diesel price: কিছু বদল পেট্রোল-ডিজেলের দামে

১৩ অক্টোবর (সোমবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

ত্রিপুরায় ১৪ মাসের শিশুকে ধর্ষণ করে খুন! ধর্ষক পালালো অসমে

মহিলাদের প্রতি সামগ্রিক মানসিকতা বিজেপি শাসিত রাজ্যগুলিতে কীভাবে তলানিতে এসে ঠেকেছে ফের একবার প্রমাণ মিলল বিজেপির ত্রিপুরায় (Tripura)।...