Friday, December 5, 2025

ট্র্যাফিক জরিমানা আদায়ে চালু হচ্ছে সংযোগ পোর্টাল

Date:

Share post:

ট্র্যাফিক জরিমানা আর নগদে নয়। এবার থেকে ডিজিটালি জরিমানা করতে হবে। সেজন্য আগামী ১ জুন থেকে রাজ্যে চালু হচ্ছে ‘সংযোগ’ পোর্টাল। এই পোর্টালের মাধ্যমেই ‘ইউনিফাইড ই-চালান’ ব্যবস্থা চালু করতে হবে। এই মর্মে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ ও পরিবহণ দফতরকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

রাজ্যের পরিবহণ সচিব সৌমিত্র মোহন ইতিমধ্যেই এক নির্দেশিকায় জানিয়েছেন ১ জুন থেকে ‘ইউনিফাইড ই-চালান’ ব্যবস্থা শুরুর কথা। প্রাইভেট ভেহিকল বা কমার্শিয়াল— সব ক্ষেত্রেই একই নিয়ম কার্যকর হবে। নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের কোষাগারে সরাসরি জরিমানার টাকা যাতে জমা পড়ে তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন জায়গায় গিয়ে পেমেন্ট বা আবেদনের হাঙ্গামা কমানোই এই ব্যবস্থার লক্ষ্য।

২০২১-এর ৩০ অক্টোবর কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (ট্র্যাফিক) তৎকালীন পরিবহণ সচিবকে চিঠি দিয়ে জানান, ট্র্যাফিক আইন ভাঙার পর ফাইন করা হলে তা মেটাতে মালিকদের প্রবল অনীহা। বিগত বছরের পরিসংখ্যান তুলে ধরে তা দেখানো হয়। দেখানো হয়, পাঁচ বছরে ট্র্যাফিক রুল ভাঙার জন্য মোট ৪২২ কোটি ১৭ লক্ষ ৩৩ হাজার ৬০০ টাকার ফাইন করা হয়েছিল। তার মধ্যে ৬০ শতাংশ আদায় হয়, বাকি ৪০ শতাংশে বকেয়া। ফলে সরকারি কোষাগারে রাজস্ব ক্ষতির পরিমাণ উত্তরোত্তর বাড়ছে। ওই পাঁচ বছরে ১৬৭ কোটি ৪ লক্ষ ৪৬ হাজার ২১৪ টাকা রাজস্বের ক্ষতি হয়েছে। বর্তমানে এই রাজস্ব ক্ষতির পরিমাণ আরও বেড়েছে। অনেক সময়েই দু’পক্ষই হয়রানি শিকার হত। সংশ্লিষ্ট গাড়ির মালিকরা আবেদন করেছিলেন জরিমানা আদায়ে অনলাইন ব্যবস্থা চালু করার জন্য। ২০২৩-এর মার্চে তৎকালীন মুখ্যসচিবের নেতৃত্বে বৈঠক হয়। সেই বৈঠকে সমস্ত দফতরের আধিকারিকরাই ইনটিগ্রেটেড ব্যবস্থা করার প্রয়োজনীয়তার পক্ষে সওয়াল করেন। সেইমতো চিঠি পাঠানো হয় পরিবহণ দফতরে। দু’বছর পর এই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা বাধ্যতামূলকভাবে কার্যকর করা হচ্ছে।

আরও পড়ুন – অসমের পঞ্চায়েত নির্বাচনে ৫টি আসনে জয় তৃণমূলের, অভিনন্দন অভিষেকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আইএসএল আয়োজন নিয়ে বড় সিদ্ধান্ত ক্লাব জোটের, শুধু ব্যতিক্রমী ইস্টবেঙ্গল

দেশের শীর্ষ লিগ নিজেদের উদ্যোগে চালানোর জন্য এআইএফএফ ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে সম্মিলিত চিঠি পাঠাল আইএসএলের ১৩টি ক্লাব(ISL Clubs)।...

বাংলা বলায় বাংলাদেশে পুশ ব্যাক: লোকসভায় প্রসঙ্গ তুলতেই বন্ধ করা হল শতাব্দীর মাইক!

তাঁরই লোকসভা ক্ষেত্রের বাসিন্দা সোনালি খাতুন। বৈধ ভারতীয় হওয়া সত্ত্বেও বিজেপির ডবল ইঞ্জিন সরকার তাঁকে ও তাঁর পরিবারকে...

রাশিয়ার সহযোগিতায় ভারতে সবথেকে বড় পারমাণবিক প্রকল্প: ঘোষণা পুতিনের

পারমাণবিক পরীক্ষার কথা ঘোষণা করে সম্প্রতি গোটা বিশ্বকে চাপে ফেলার চেষ্টা করেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।...

পথ দুর্ঘটনায় গুরুতর আহত বাইক আরোহী: সেবাশ্রয়-২ ক্যাম্প থেকে দ্রুত চিকিৎসা

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisek Banarjee) স্বপ্নের প্রকল্প সেবাশ্রয়(Sebashray) আবারও প্রমাণ করল—সাধারণ মানুষের জন্য দ্রুত ও নির্ভরযোগ্য চিকিৎসা...