একই দিনে প্রকাশিত সিবিএসই (CBSE) দশম ও দ্বাদশের ফল। সাধারণত একই দিনে এই দুই পরীক্ষার ফল প্রকাশ হয়। সেই রীতি মেনে মঙ্গলবারই প্রকাশিত হল দুই ফল। সকালে দ্বাদশের পরে দুপুরে দশমের ফলও প্রকাশিত হয়। পাশের হার বাড়লেও তার পরিমাণ খুবই সামান্য। দ্বাদশের মতো দশমেও (tenth board) পাশের হারের নিরিখে ছাত্রদের থেকে এগিয়ে ছাত্রীরা।

সিবিএসই সাংবাদিক বৈঠক করে পরিসংখ্যান পেশ করে, এবারে দশমে পাশের হার (pass percentage) ৯৩.৬৬ শতাংশ। গতবার এই পরিমাণ ছিল ৯৩.৬০ শতাংশ। সেক্ষেত্রে পাশের হারে খুব বেশি বৃদ্ধি হয়নি। মেয়েদের পাশের হার ৯৫ শতাংশ। সেখানে ছেলেদের পাশের হার অনেকটাই কম ৯২.৬৩ শতাংশ।

সিবিএসই কর্তৃপক্ষ দাবি করে, ২৩ লক্ষ ৭১ হাজার ৯৩৯ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২২ লক্ষ ২১ হাজার ৬৩৬ জন। এই পাশের হার থেকেই প্রমাণিত সিবিএসই-র শিক্ষাগত মান ধরে রাখতে পেরেছে সিবিএসই। সেই সঙ্গে তথ্য পেশ করা হয়, বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের মধ্যে ৫৫ জন ৯৫ শতাংশ ও ২৯০ জন ৯০ শতাংশ নম্বর পেয়েছে। রূপান্তরকামী পরীক্ষার্থীদের পাশের হার (pass percentage) ৯৫ শতাংশ। গত বছর এই পাশের হার ৯১.৩০ শতাংশ ছিল।

–

–

–

–

–

–

–

–
–
–
–