পাঞ্জাবের অমৃতসরে(Amritsar) বিষ মদ(Hooch) পান করে প্রাণ গেল ১৪ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬। অমৃতসরের মাজিথা এলাকায় সোমবার রাত সাড়ে ৯টায় মদ্যপান করে মৃত্যুর খবর আসে। কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে(Hospital) ভর্তি করানো হয়। বিষ মদ(Hooch) বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রভজিৎ সিং(Prabhjeet Singh) ও সাহিব সিং(Sahib Singh) নামে দুই ব্যক্তিকে। দুটি মামলা দায়ের করে শুরু হয়েছে তদন্ত।

পাশাপাশি যাঁরা মদ(Hooch) পান করেন তাঁদের শনাক্ত করার চেষ্টা চলছে। বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যের খোঁজ নেওয়া হচ্ছে। সরকারের তরফে ভেজাল মদ সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো ভেজাল মদ প্রস্তুতকারীদের খোঁজে তল্লাশি চলছে।

–

–

–
–

–

–

–

–


–

–

–

–

–