রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বি আর গভাই (CJI B R Gavai)। প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার (former CJI Sanjeev Khanna) অবসর গ্রহণের পরে তিনি দেশের ৫২ তম প্রধান বিচারপতি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ (Narendra Modi) মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা। উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও।

রাষ্ট্রপতি ভবনে প্রধান বিচারপতি পদে বি আর গভাইকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার আগে তিনি সামনের সারিতে উপস্থিত প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ( former CJI Sanjeev Khanna) সঙ্গে হাত মেলান। উপস্থিত পরিবারে সদস্যদের সঙ্গে হাত মেলালেও মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায় তাঁকে।

প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গভাই জন্মসূত্রে মহারাষ্ট্রের (Maharashtra) অমরাবতির বাসিন্দা। সেই সূত্রে ১৯৮৫ সালে তিনি বম্বে হাইকোর্টে প্রথমবার আইনজীবী হিসাবে পথ চলা শুরু করেন। ১৯৯২ সালে তিনি নাগপুর বেঞ্চে সহকারি সরকারি আইনজীবী হিসাবে নিযুক্ত হন। নাগপুর বেঞ্চেই ২০০০ সালে তিনি সরকারি আইনজীবী নিযুক্ত হন। ২০০৩ সালে তিনি প্রথমবার বম্বে হাইকোর্টে অতিরিক্ত বিচারপতির পদে বসেন। বম্বে হাইকোর্টেই বিচারপতি হিসাবে নিযুক্ত হন ২০০৫ সালে। তিনি সুপ্রিম কোর্টে (Supreme Court) বিচারপতি হিসাবে প্রথমবার নিযুক্ত হন ২০১৯ সালে।

বুধবার রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণের পরই সুপ্রিম কোর্টে নিজের বেঞ্চে মামলা শোনেন সিজেআই বি আর গভাই। বিচারপতি অগাস্টিন জর্জ মাসির সঙ্গে ডিভিশন বেঞ্চে একটি মামলা এদিন শোনেন তিনি।

Shri Justice Bhushan Ramkrishna Gavai sworn in as the Chief Justice of the Supreme Court of India at Rashtrapati Bhavan. pic.twitter.com/yo9qpCjNRK
— President of India (@rashtrapatibhvn) May 14, 2025
–

–

–

–

–

–

–
–
–