Thursday, May 15, 2025

সোফিয়াকে ‘জঙ্গিদের বোন’ সম্বোধন, বিজেপির ধর্মান্ধতার বিরুদ্ধে গর্জে উঠল তৃণমূল

Date:

Share post:

বিজেপির(BJP) মেকি দেশভক্তির মুখোশ খসে পড়ল ফের একবার। গোটা দেশ যখন কর্নেল সোফিয়া কুরেশির(Sophia Qureshi) বীরত্বে গর্বিত, তখন বিজেপির মন্ত্রী তাঁকে বলছেন ‘পাকিস্তানি জঙ্গির বোন’! বিজেপির এই ধর্মান্ধতার বিরুদ্ধে গর্জে উঠল তৃণমূল(TMC)। বুধবার সোশ্যাল মিডিয়ায় তৃণমূল লিখেছে, এটাই কি বিজেপির দেশভক্তি? একজন সাহসিনী সেনা-অফিসার, যিনি ‘অপারেশন সিঁদুর’-এর মতো ঐতিহাসিক অভিযানে নেতৃত্ব দিয়েছেন, তাঁকেই কি না অপমান? তৃণমূল(TMC) এই ঘটনায় বিজেপির ওই মন্ত্রীকে ছেঁটে ফেলার দাবি তুলেছে।

তৃণমূল(TMC) এদিন গর্জে উঠে জানায়, ধর্মের রাজনীতি করতে করতে বিজেপি এতটাই অন্ধ হয়ে গিয়েছে যে, এখন দেশের বীর সেনাদের প্রতিও ঘৃণা ছড়াতে কুণ্ঠাবোধ করে না! এখনও পর্যন্ত কোনও ক্ষমা চায়নি সেই ব্যক্তি। নারী-বিদ্বেষি বিজেপিকে ধিক্কার জানিয়ে তৃণমূল আরও জানিয়েছে, বিজেপির আসল রূপ বেরিয়ে পড়েছে। ওরা বিদ্বেষে এতটাই মত্ত যে ভারতীয় সেনা আধিকারিককেও বিষাক্ত ধর্মান্ধতার শিকার হতে হচ্ছে। বিজেপির যদি এতটুকুও লজ্জা থাকে, তাহলে কর্নেল কুরেশি(Sophia Qureshi) ও দেশের সশস্ত্র বাহিনীর কাছে অবিলম্বে ক্ষমা প্রার্থনা করুক।

উল্লেখ্য, অপারেশন সিঁদুরের অন্যতম মুখ কর্নেল সোফিয়া কুরেশিকে(Sophia Qureshi) ‘জঙ্গিদের বোন’ বলে মন্তব্য করেন মধ্যপ্রদেশের বিজেপি সরকারের মন্ত্রী বিজয় শাহ। তিনি বলেন, সিঁদুর মুছে আমাদের বোন-মেয়েদের অসম্মান করেছে জঙ্গিরা। আমরা পাল্টা জবাব দেওয়ার জন্য তাদের বোনকেই পাঠিয়েছি। তাঁর এই অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে বিজেপিকে নিশানা করে তৃণমূল। গর্জে ওঠে ইন্ডিয়ার অন্য দলগুলিও। ভারত-কন্যা কর্নেল কুরেশিকে নিয়ে গোটা দেশ গর্বিত। তাঁকে নিয়ে বিজেপি নেতা যে অত্যন্ত অসম্মানজনক মন্তব্য করেছে, তা আমাদের সশস্ত্র বাহিনীর অপমান।

spot_img

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...