Saturday, May 17, 2025

মুম্বইয়ে সক্রিয় আইএস স্লিপার সেল! NIA-র হাতে গ্রেফতার ২

Date:

Share post:

দেশের ভিতরেই সক্রিয় ছিল পাকিস্তানি জঙ্গিদের স্লিপার সেল (sleeper cell)। পহেলগাম হামলায় (Pahalgam attack) ২৬ জনের মৃত্যুর পরে সেই তথ্য প্রকাশ্যে এসে মোদি সরকারের আমলে দেশের নিরাপত্তা ও নজরদারির গাফিলতিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তারপরই গোটা দেশে সব ধরনের স্লিপার সেলের বিরুদ্ধে পদক্ষেপে তৎপর হয়েছে কেন্দ্রীয় এজেন্সিগুলি। কেন্দ্রীয় এজেন্সি এনআইএ (NIA) সেই অভিযানে মুম্বই (Mumbai) থেকে এবার গ্রেফতার করল দুই স্লিপার সেল সদস্যকে।

শনিবার ২ স্লিপার সেল (sleeper cell) সদস্যকে মুম্বাই বিমান বন্দরের ব্যুরো অফ ইমিগ্রেশন গ্রেফতার করেছে। তাঁরা আইএসআইএস-এর (ISIS) স্লিপার সেলের সদস্য বলে দাবি এনআইএ-র। এদের নাম – আবদুল্লা ফাইয়াজ শেখ ওরফে ডাইপারওয়ালা এবং তালহা খান। সূত্রের খবর, ওই দুজনই বেশ কয়েক মাস ধরে ইন্দোনেশিয়ার জাকার্তায় লুকিয়ে ছিল। শুক্রবার রাতেই ভারতে ফিরেছিল তারা। গোপনে খবর পেয়ে বিমানবন্দরের টার্মিনাল ২-এ আগে থেকেই ওঁত পেতে ছিলেন গোয়েন্দারা এবং সেখান থেকেই তাদের গ্রেফতার করা হয়।

এনআইএ সূত্রে দাবি করা হয়েছে, ২০২৩ সালে পুনেতে এই দুজন আইইডি (IED) বিস্ফোরক নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কাজে যুক্ত ছিল। এই কাজের জন্যই মূলত আইএসআইএস (ISIS) তাদের পাঠিয়েছিল এবং তার পর থেকেই ওই ২ জন ভারতে স্লিপার সেল হিসাবে কাজ করা শুরু করে। গোটা দেশের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের ছক ছিল তাদের। কিন্তু বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার পরই ধৃতরা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল।

শুক্রবার রাতে দুবছর পরে ভারতে ফিরেছিল তারা। তাদের নামে আগেই জামিন অযোগ্য ধারায় মামলা ছিল। তাদের নামে ৩ লক্ষ টাকা পুরস্কারেরও ঘোষণা করা হয়েছিল। পুনেতে বসে আইএস-এর জন্য ঠিক কী ধরনের কাজ করত এই দুই স্লিপার সেল, জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

spot_img

Related articles

বেকবাগানের কাছে বহুতলে অগ্নিকাণ্ড, দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

ফের মহানগরীতে অগ্নিকাণ্ড। শনিবার, দুপুর ৩টের কিছু পরে বেকবাগানের কাছে বহুতলে আগুন লাগে। ভস্মীভূত হয়ে যাওয়া একটি ফ্লোর...

কৃষ্ণসার হরিণহত্যা মামলায় সইফ-তাব্বুকে বেকসুর খালাস কেন, হাইকোর্টে রাজস্থান সরকার

সময়টা ভালো যাচ্ছে না বলিউড (Bollywood) তারকাদের। কখনও প্রাণনাশের হুমকি, কখনওবা নিজের বাড়িতে হামলায় আক্রান্ত হচ্ছেন টিনসেল টাউনের...

লক্ষ্য উন্নয়ন, গ্রামবাংলার সার্বিক রাস্তা নির্মাণে রেকর্ড রাজ্যের

বাংলার গ্রামীণ রাস্তা নির্মাণে নতুন রেকর্ড তৈরি করল রাজ্য সরকার। গ্রামীণ এলাকায় সার্বিক উন্নয়নের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

মেসি বনাম ইয়ামালের পায়ে পায়ে লড়াই দেখার সুযোগ ফুটবল বিশ্বের

প্রত্যাশার পারদ ঊর্ধ্বমুখী। এতদিন ধরে যে জল্পনা চলছিল অবশেষে তাকে সিলমোহর পড়লো।ফিনালিসিমা (Finalissima) হবে, অর্থাৎ লিওনেল মেসি বনাম...