বৃষ্টিতে ছিটকে গেল কেকেআর, এক বল না খেলেও প্লেঅফের শীর্ষে বেঙ্গালুরু

Date:

Share post:

প্রত্যাশা মতোই কোহলির জয়ধ্বনি দিতে শনিবার সন্ধ্যায় সাদা জার্সিতে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হাজির ছিলেন ‘বিরাট’ (Virat Kohli) ভক্তরা। ফ্ল্যাগ, টিফো, কাটআউট সবই ছিল। সঙ্গে সামান্য আশা ছিল কেকেআরের (Kolkata knight riders) জন্য। কিন্তু সবেতে জল ঢেলে দিলেন বরুন দেব। মাঠে আরসিবির বিরাট (VK) বনাম কেকেআরের বরুনের (Varun Chakraborty)লড়াই দেখার সুযোগ মিললো না। এক বল না খেলেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল কলকাতা নাইট রাইডার্স, শীর্ষে পৌঁছে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)।

শনিবার রাতে চিন্নাস্বামী স্টেডিয়ামে বিষন্নতার সুর। বৃষ্টির কারণে নাইটদের মাঠে নেমে লড়াইয়ের শেষ চেষ্টা করার সুযোগ দেখা গেল না, আবার টেস্ট থেকে অবসর নেওয়ার পর ভক্তদের উন্মাদনাকে কুর্নিশ জানিয়ে বিরাট পারফরম্যান্স চাক্ষুষ করার সুযোগও মিললো না। তবে প্রশ্ন একটাই, যেখানে তিন সপ্তাহ আগে আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার দোহাই দিয়ে কলকাতার ইডেন গার্ডেনস থেকে ফাইনাল ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয়, সেখানে কেন দুদিন পর বেঙ্গালুরুতে কেমন আবহাওয়া থাকবে তার আঁচ চলতি সপ্তাহের শুরুতে করতে পারলেন না আইপিএল কর্তারা? ক্রিকেটে চওড়া হচ্ছে রাজনীতি, যে কারণে নিরাশ হতে হচ্ছে সমর্থকদের। আরসিবি-কেকেআর (RCB vs KKR) ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ায় দুই দলকেই এক পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়। যার ফলে ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আরসিবি লিগ টেবিলের শীর্ষস্থানে রয়েছে।। অন্যদিকে, ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকায় ষষ্ঠস্থানেই রয়ে গেল রাহানেরা। বেঙ্গালুরু সমর্থকদের পরিকল্পনা ছিল, কোহলির টেস্ট অবসরকে সম্মান জানাতে সাদা জার্সি পরে মাঠে উপস্থিত থাকবেন তাঁরা। হাজির হয়েছিলেন ঠিকই, কিন্তু প্ল্যানিংয়ে জল ঢাললো আবহাওয়া। যদিও সমর্থকরা বিরাটের আগামী ম্যাচের জন্য এই পরিকল্পনা বাস্তবায়িত করার ইচ্ছা প্রকাশ করেছেন।

 

spot_img

Related articles

পিতাকে জীবনকৃতি সম্মান উৎসর্গ লিয়েন্ডারের, তরুণদের গুরুত্বপূর্ণ টিপস্ দিলেন সৌরভ

এক মঞ্চে লিয়েন্ডার পেজ , সৌরভ গঙ্গোপাধ্যায় দিলীপ তিরকে। ভারতীয় ক্রীড়াক্ষেত্রের তিন নক্ষত্র। উপলক্ষ্য কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের(CSJC)...

বিশ্বসেরা ২ বঙ্গ তনয়া: টেবিল টেনিস ডাবলস ব়্যাঙ্কিংয়ে শীর্ষে সিন্ড্রেলা-দিব্যাংশী, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বাংলার মুকুটে বিশ্বসেরায় নয়া পালক। বিশ্ব টেবিল টেনিসের (TT) অনূর্ধ্ব-১৯ মহিলাদের ডাবলস ব়্যাঙ্কিংয়ে (World Ranking) শীর্ষস্থানে দুই বঙ্গ...

ডেম্পোকে হালকাভাবে নিতে নারাজ, গোয়ায় এসে কেন আবেগপ্রবণ অস্কার?

আইএফএ শিল্ড অতীত। এবার লড়াই সুপার কাপে। শনিবার সুপার কাপে(Super Cup) প্রথম ম্যাচে মাঠে নামছে ইস্টবেঙ্গল। বিকেল ৪.৩০...

অস্ট্রেলিয়ার ক্যাবে যশস্বীদের ভ্রমণ, অ্যাডিলেডে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন রোহিত!

অস্ট্রেলিয়া সফরে প্রথম দুই ম্যাচেই হারতে হয়েছে ভারতীয় দলকে। কিন্তু মাঠের হাসি খুশি মেজাজেই রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা(Indian Cricketer)।...