Monday, May 19, 2025

আন্দোলন হিংস্র কেন হবে: চাকরিহারা শিক্ষকদের জন্য রাজ্যের অবস্থান ব্যাখ্যা অভিষেকের

Date:

Share post:

লাগাতার বিকাশ ভবন ঘেরাও করে আন্দোলনে চাকরিহারা শিক্ষকরা। সরকারি সম্পত্তি নষ্ট থেকে সরকারি কর্মীদের শারীরিক নিগ্রহ, কোনও অভিযোগই বাকি নেই আন্দোলনরত শিক্ষকদের বিরুদ্ধে। এরপরে পুলিশ পদক্ষেপ নিলে তা নিয়ে শুরু রাজনীতি। সেখানেই চাকিরহারা শিক্ষকদের প্রতি রাজ্যের প্রশাসনের মনোভাব ও তাঁদের জন্য পদক্ষেপ স্পষ্ট করে দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

সোমবার দিল্লিতে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের (MEA) স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই বাংলার সরকার গণতান্ত্রিক আন্দোলনে আস্থার মনোভাব স্পষ্ট করেন অভিষেক। তিনি দাবি করেন, গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে (democratic) আন্দোলন করা, প্রতিবাদ করার অধিকার সর্বত্র রয়েছে। তাঁদের আন্দোলনকে কোনওভাবে ছোট করব না। কোনওভাবে চাইব না আন্দোলনকে রাজনৈতিক রঙে রাঙানো হোক। কিন্তু যারা আন্দোলন করছে, তাঁদের কাছে অনুরোধ আন্দোলন কখনও হিংসাত্মক হয় না, উগ্র হয় না, হিংস্র হয় না।

রাজ্যের শাসকদল তৃণমূল আন্দোলনের মধ্যে দিয়েই দাবি আদায়ের পথে কীভাবে এগিয়েছে তা ব্যাখ্যা করতে গিয়ে অভিষেক (Abhishek Banerjee) এদিন বলেন, গান্ধীজী (Mahatma Gandhi) অহিংসার কথা বলেছেন। আমরা একশো দিনের কাজের টাকার দাবিতে দিল্লিতে আন্দোলন করেছি। বাংলা থেকে ১০ হাজার জন গিয়েছেন। সাধারণ মানুষের কথা ছেড়ে দিন, জনপ্রতিনিধি, এমনকি মহিলা প্রতিনিধিদের, জনজাতি মূলবাসী প্রতিনিধিদের চুলের মুঠি ধরে বের করে দিয়েছে। আমরা অহিংসার পথ অবলম্বণ করেছি। পরের দিন রাজভবনের (Raj Bhavan) বাইরে অবস্থান করেছি।

সেই আন্দোলনের ইতিহাস স্মরণ করিয়েই চাকরিহারা শিক্ষকদের আন্দোলনকে স্পষ্ট বার্তা দেন অভিষেক। তিনি বলেন, আন্দোলন কখনও হিংসাত্মক হয় না। আমি কয়েকটি ভিডিও দেখেছি, কাউকে দায়ী করছি না – যে জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে। আন্দোলন যেন কোনওভাবে হিংস্র না হয়। আন্দোলন হিংস্র কেন হবে। কোনও সরকারি সম্পত্তি নষ্ট করে, বলপ্রয়োগ করে আন্দোলন হলে আন্দোলনের সারমর্ম হারিয়ে যায়।

রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে নিজে সুপ্রিম কোর্টে (Supreme Court) চাকরিহারা শিক্ষকদের জন্য রিভিউ পিটিশনের জন্য সরকারিভাবে পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছেন, সেখানে সরকার বিরোধী আন্দোলনে মত্ত চাকরিহারা শিক্ষকরা। সেখানেই আবারও রাজ্যের অবস্থান স্পষ্ট করে এদিন অভিষেক জানান, সরকার সরকারের উদ্দেশ্য স্পষ্ট করেছে। আমরা রিভিউ পিটিশন ফাইল করেছি। সুপ্রিম কোর্টে বিষয়টি বিচারাধীন। বিচার ব্যবস্থার উপর ভরসা রাখুন। আজ না হয় কাল আমার দৃঢ় বিশ্বাস বিচার হবেই।

spot_img

Related articles

প্রতিনিধি দলে কে, একক সিদ্ধান্ত বিজেপি নিতে পারে না: দলের অবস্থান স্পষ্ট অভিষেকের

পাকিস্তান বিরোধী প্রতিটি পদক্ষেপে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কেন্দ্রের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।...

ব্যারাকপুর, শেওড়াফুলি! জ্যোতির ভ্লগে শহরের গুরুত্বপূর্ণ এলাকা

ট্রাভেল ব্লগারের নামে দেশের সেনার গোপণ তথ্য ফাঁস পাকিস্তানের গুপ্তচরদের কাছে। দেখলে মনেই হবে না কোনও তথ্য ফাঁস...

টিটাগড়ের বহুতলের ফাঁকা ঘরে বিস্ফোরণ! ঘটনাস্থলে পুলিশ

ফাঁকা বহুতলের ঘরে বিস্ফোরণে চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগণার টিটাগড়ে। বিস্ফোরণে ঘরের দেওয়ালের অংশ ভেঙে পাশের বাড়ির চালে গিয়ে...

পাকিস্তানের অপারেশন! অজ্ঞাত আততায়ীদের হাতে খুন লস্কর নেতা সইফুল্লাহ

একদিকে যখন পাক মদতপুষ্ট জঙ্গিদের খতম করতে অপারেশন সিন্দুর (Operation Sindur) চালিয়ে চলেছে ভারত, তখনই পাকিস্তান থেকে এলো...