এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

Date:

Share post:

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, স্থায়ী আমানতের ক্ষেত্রে ২০ বেসিস পয়েন্ট (০.২০%) কমানো হয়েছে সুদের হার। এই নতুন হার কার্যকর হয়েছে ১৬ মে থেকে।

সাধারণ এবং প্রবীণ—উভয় গ্রাহকের ক্ষেত্রেই কমেছে এই সুদ। এর ফলে, যাঁরা মূলধন নিরাপদ রেখে সুদে আয় করতে চাইছিলেন, তাঁদের আর্থিক পরিকল্পনায় প্রভাব পড়বে বলেই মত বিশেষজ্ঞদের।

ব্যাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী, ৭ দিন থেকে ৪৫ দিনের ফিক্সড ডিপোজিটে এখন সুদের হার ৩.৩০%। ৪৬ দিন থেকে ১৭৯ দিনের জন্য ৫.৩০% এবং ১৮০ থেকে ২১০ দিনের জন্য ৬.০৫% সুদ মিলবে। ২১১ দিন থেকে এক বছরের কম মেয়াদের ক্ষেত্রে সুদের হার ৬.৩০%। এক বছর থেকে দু’বছরের কম মেয়াদে ৬.৫০%, দুই থেকে তিন বছরের মধ্যে ৬.৭০% সুদ দেবে এসবিআই। তিন থেকে পাঁচ বছরের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৫৫%, আর দীর্ঘমেয়াদী পাঁচ থেকে দশ বছরের মধ্যে তা কমে দাঁড়িয়েছে ৬.৩০%।

উল্লেখ্য, এর আগে ১৫ এপ্রিলও সুদের হার কমিয়েছিল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এক মাসের ব্যবধানে আবার সুদ কমানোয় উদ্বেগ বাড়ছে আমানতকারীদের মধ্যে। বিশেষজ্ঞরা মনে করছেন, নীতি সুদে স্থিতাবস্থা ও ব্যাংকের ঋণ বাড়ানোর কৌশল এই সুদ কমানোর নেপথ্যে কাজ করছে। তবে এর ফলে পেনশনভোগী ও সাধারণ সঞ্চয়কারীরা সুরক্ষিত বিকল্পের দিশা খুঁজতে বাধ্য হবেন বলেই আশঙ্কা।

আরও পড়ুন – সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বিজেপির ত্রিপুরায় ‘বহিরাগত’ই বিধায়ক: অনুপ্রবেশ-আন্দোলনের নেতাই বাংলাদেশি!

বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশ ঠেকাতে বিজেপির মদতে একাধিক বিজেপি রাজ্যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সম্প্রতি এই ধরনের আন্দোলনে...

হামাসের সঙ্গে ভগৎ সিংয়ের তুলনা! সমালোচিত কংগ্রেস সাংসদ

হামাস জঙ্গি গোষ্ঠীকে স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের সঙ্গে তুলনা করলেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ (Imran Masood)। উত্তরপ্রদেশের সাহারানপুরের...

থামল লুনার সওয়ারি: শেষ হল অ্যাডম্যান পীযুশ পাণ্ডের ফেভিকলের সফর

খবরের কাগজে বিজ্ঞাপন থেকে অডিও ভিস্যুয়াল বিজ্ঞাপনে যখন পাড়ি দিয়েছিল আমাদের দেশের বিজ্ঞাপনীমহল, তখন নিজে হাতে ধরে সেই...

মহারাষ্ট্রে হাতে চিরকুট লিখে ‘আত্মঘাতী’ মহিলা চিকিৎসক: পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, নীরব বঙ্গ বিজেপি!

ডবলইঞ্জিন সরকারের রাজ্যে হাতের তালুতে সুইসাইড নোট লিখে আত্মঘাতী মহিলা চিকিৎসকে(Lady Doctor)। ২ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণ (Rape)...