বুধের রাতে ঝড়-বৃষ্টির (Rain) জেরে স্বস্তি পেয়েছিলেন আমজনতা। তবে বৃহস্পতিবার সকাল থেকে ফের রোদের তীব্রতা। বিকেলের আগে পর্যন্ত ঘর্মাক্ত অবস্থা থেকে অব্যাহতি মিলবে না সাধারণ মানুষের। তবে বিকেলের পর মিলতে পারে স্বস্তি।

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধেয় হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rain) হতে পারে কলকাতায়। আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ডিগ্রি ও ২৬ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন-বিশ্বমঞ্চে পাক-মুখোশ খুলতে টোকিওর দূতাবাসে অভিষেক-সহ প্রতিনিধিরা, শুরু বিশেষ বৈঠক

এদিকে মে মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। যেহেতু এই সময়টা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির মরশুম, সেই কারণে এটি তৈরির প্রক্রিয়া শুরুতেই আবহাওয়া দফতরের বিশেষ নজরদারি শুরু হয়ে যাবে। তার আগে আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। ১৯ মে মৌসম ভবন জানিয়েছিল, ২১ মে কর্ণাটক উপকূল সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এর প্রভাবে ২২ মে আরব সাগরের ওই অংশে তৈরি হবে একটি নিম্নচাপ। সেটি শক্তি বাড়িয়ে উত্তর দিকে এগোবে। আরব সাগরের নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করলেও সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনও জানা যায়নি।

_

_
_

_
_

_

_

_

_

_

_
