Friday, May 23, 2025

রাতভর মহিলাকর্মীদের সঙ্গে চটুল নাচ! DYFI-এর জেলা সভাপতির পদ খোয়ালেও দলে বহাল যুব নেতা

Date:

Share post:

দলের মহিলা কর্মীদের সঙ্গে রাতভর কোমর দুলিয়ে উদ্দাম নাচ দলেরই DYFI-এর নেতাদের! ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ডিওয়াইএফআই এক কার্যালয়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে চটুল গানের তালে মহিলাদের সঙ্গে কোমর দোলাচ্ছেন ডিওয়াইএফআই-এর রাজ্য কমিটির সদস্য শুভেন্দু মণ্ডল (Shubendu Mandal) এবং সংগঠনের বাঁকুড়া জেলার প্রাক্তন সম্পাদক মণ্ডলীর সদস্য অভীক মিশ্র। নেতাদের নাচের ভিডিও প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তোলপাড়। তবে, এত সবের পরেও শুধু মাত্র DYFI-এর জেলা সভাপতির পদ থেকে সরানো হয়েছে শুভেন্দুকে। কিন্তু সিপিএমের জেলা কমিটি এবং ডিওয়াইএফআই-এর রাজ্য কমিটিতে এখনও বহাল তিনি।

চলতি মাসের ৫ ও ৬ মে ডিওয়াইএফআই-এর বাঁকুড়ার ইন্দাসে একটি সম্মেলন হয়। সেই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ও (Minakshi Mukharjee)। সেই সময়ই না কি দলীয় কার্যালয়ে রাতভর চটুল গানের তালে মহিলাদের সঙ্গে কোমর দোলান ডিওয়াইএফআই-এর রাজ্য কমিটির সদস্য শুভেন্দু ও সংগঠনের বাঁকুড়া জেলার প্রাক্তন সম্পাদক মণ্ডলীর সদস্য অভীক মিশ্র। সেই ভিডিও প্রথমে ডিওয়াইএফআই-এর

এক জেলা কমিটির সদস্য তাঁর নিজস্ব ফেসবুক পেজে আপলোড করেন। যদিও কিছুক্ষণের মধ্যেই তা মুছে ফেলা হয়। ততক্ষণে ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

ভিডিওটি ভাইরাল পরেই জেলা সম্মেলনের নতুন কমিটি গঠিত হলে সভাপতির পদ হারান শুভেন্দু মণ্ডল (Shubendu Mandal)। সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে নীলাদ্রিশেখর সার্বভৌমকে। নতুন জেলা সম্পাদক হয়েছেন সঞ্জয় মাণ্ডি। যদিও শুভেন্দু মণ্ডল এখনও সিপিএমের জেলা কমিটি এবং ডিওয়াইএফআই-এর রাজ্য কমিটিতে রয়েছেন।
আরও খবর: ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলীপ-রিঙ্কুর, শান্তি কালী আশ্রমে প্রার্থনা

ঘটনাটি নিয়ে DYFI-এর তরফে কেউই কোনও মন্তব্য করতে করতে চাননি। তবে, নাম প্রকাশে অনিচ্ছুক ডিওয়াইএফআই-এর এক নেতা বলেন, “এই ধরনের ঘটনা আমাদের বাম সংগঠনের আদর্শের পরিপন্থী নয়।” ভিডিওতে যেসব নেতাদের দেখা গিয়েছে, তারাও এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই সংগঠনের অন্দরে চাপা অসন্তোষ ছড়িয়েছে। কারণ, অতীত বামনেতাদের এই ধরনের বিতর্কিত ভিডিও ভাইরাল হওয়ার পরে, তাঁদের সাসপেন্ড করা হয়েছে। তাহলে শুভেন্দুদের ছাড় কেন! যদিও এই নিয়ে মুখে কুলুপ বাম নেতৃত্বের।

spot_img

Related articles

বাংলার কনিষ্ঠ অঙ্গদাতা হয়ে ইতিহাস গড়ল ১২ বছরের উমাঙ্গ! 

'জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর'—এই প্রবাদকে সত্যি প্রমাণ করল কলকাতার এক ১২ বছরের কিশোর,...

চিপস চুরির অপবাদ! অপমানে আত্মঘাতী ছাত্র, উত্তাল পাঁশকুড়া

চিপস চুরির অপবাদ সহ্য করতে না পেরে আত্মঘাতী হল পাঁশকুড়ার এক সপ্তম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায়...

নির্বাচন ঘিরে একগুচ্ছ প্রতিশ্রুতি দেবাশিসের নেতৃত্বাধীন শাসক গোষ্ঠীর

বেশ কয়েকদিন আগেই ইস্তেহার প্রকাশ করেছিল মোহনবাগানে(Mohunbagan) এই মুহূর্তে বিরোধি গোষ্ঠী। সৃঞ্জয় বোসরা(Srinjoy Bose) সেখানে নানান প্রতিশ্রুতির কথা...

অনুমতি ছাড়া কর আদায় নয়! কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, জারি নির্দেশিকাও 

ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় কোনও রকম সরকারি অনুমতি ছাড়া কর আদায় বন্ধ করতে কড়া নির্দেশ জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা...